সমকামিতা কি ফৌজদারি অপরাধ? ফের ৩৭৭ধারা খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট
Last Updated:
সমকামিতা কি ফৌজদারি অপরাধ? ফের ৩৭৭ধারা খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট
#নয়াদিল্লি: ‘গোপনীয়তা মৌলিক অধিকার’, এই ঐতিহাসিক রায় খুলে দিয়েছে আরও এক পুরনো বিতর্ক নিয়ে নতুন করে ভাবার দরজা ৷ সমকামিতা আইন ফের খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট ৷ সমকামিতা কি সত্যিই ফৌজদারি অপরাধ? বহুল আলোচ্য ৩৭৭ ধারা নিয়ে বিতর্কের জেরে ফের এই আইন পুনর্বিবেচনার সিদ্ধান্ত শীর্ষ আদালতের ৷
এই সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি এলজিবিটি সম্প্রদায়ের পাঁচ সদস্যের দায়ের করা রিট পিটিশনের ভিত্তিতে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত ৷ এই নোটিশে সমকাম নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত কিছু তথ্য চেয়েছে আদালত ৷
গত বছরের ২৪ অগাস্ট ঐতিহাসিক রায়ে সু্প্রিম কোর্ট জানিয়ে দেয় গোপনীয়তা মৌলিক অধিকার ৷ আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের অতি-সক্রিয়তার বিরোধিতা করে ২০১২ সালে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন কর্নাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে কে পুত্তুস্বামী ৷ সেই মামলাতেই আসে শীর্ষ আদালতের এই ঐতিহাসিক রায় ৷
advertisement
advertisement
এই রায়ের সঙ্গেই যেন প্যান্ডোরার বাক্স খুলে দেন সর্বোচ্চ আদালতের নয় বিচারপতি। একই রায়ে গোপনীয়তা, রাষ্ট্রের নজরদারি, সমকামিতা, গর্ভপাত ও খাদ্যভ্যাসের অধিকার নিয়ে চর্চা ৷ সংবিধান বিশেষজ্ঞদের মতে, এই রায়ে শুধু আধার কার্ড নয় আরও অনেক বিষয়কেই আলোচনার বৃত্তে টেনে আনল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের গোপনীয়তা নিয়ে ওইদিনের ঐতিহাসিক রায়ই ২০১৩ সালে সু্প্রিম কোর্টের ৩৭৭ ধারা নিয়ে দেওয়া পর্যবেক্ষণকে আরও একবার পর্যালোচনার দরজা খুলে দেয় ৷
advertisement
ওই দিন সু্প্রিম কোর্ট জানায়,
‘আর্টিকেল ৩৭৭ আইনগত ভাবে খারাপ। নাগরিকদের যৌনাচার ব্যক্তিগত বিষয়। যৌন অভ্যাসের জন্য যদি দেশের কোনও নাগরিকের সামাজিক পরিচিতি বা সুরক্ষা বিঘ্নিত হয়, তা হাড় হিম করার মতো ঘটনা ৷’

বিচারক ওয়াইভি চন্দ্রচূড় গোপনীয়তা রায়ের প্রসঙ্গে সমকামিতা নিয়ে জানান,
‘যৌন আচরণের ভিত্তিতে কোনও ব্যক্তির প্রতি সামাজিক ভেদাভেদ চুড়ান্তভাবে আপত্তিজনক এবং ব্যক্তির আত্মসম্মানের প্রতিও অবমাননাকর ৷’

advertisement
৯ সদস্যের সাংবিধানিক বেঞ্চের অন্য সদস্য বিচারক সঞ্জয় কিষাণ কল বলেন,
‘একজন ব্যক্তির বাড়িতে কে প্রবেশ করবে, তিনি কিভাবে জীবন কাটাবেন এবং কার সঙ্গে তিনি সম্পর্ক রাখবেন বা ঘর বাঁধবেন, তা একান্তই তাঁর ব্যক্তিগত ইচ্ছা ৷ পরিবার, বিয়ে, যৌন সম্পর্ক এই সমস্ত বিষয় ব্যক্তি নিজস্ব সম্মান রক্ষার খাতিরে গোপন রাখতেই পারেন ৷’

advertisement
২০১৩ সালে সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধ বলেই গণ্য করে ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ধারাকেই লাগু করে ৷ ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ এবং এই আচরণের কারণে যাবজ্জীবন সাজা পর্যন্ত হতে পারে ৷
২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারাকে বৈষম্যমূলক ও মৌলিক অধিকারের পরিপন্থী আখ্যা দিয়ে এই ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল ৷
advertisement
সমকামিতা এখনও এদেশে দণ্ডনীয় অপরাধ। তবে গত বছরের অগাস্ট নতুন করে আশার আলো নিয়ে এসেছে সমকামীদের জন্য ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2018 4:54 PM IST