‘চিনের সঙ্গে ব্যবসায় নারাজ দুনিয়া, এই পরিস্থিতি ভারতের কাছে আশীর্বাদ’: গড়করি
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
করোনার প্রকোপে গোটা বিশ্ব এখন নাজেহাল ৷ করোনা মোকাবিলায় গোটা বিশ্বই লড়ছে নিজেরে প্রাণপণ দিয়ে ৷ লকডাউন পর্ব দীর্ঘ হতে থাকায় স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব অর্থনীতি ৷
#নয়াদিল্লি: করোনার প্রকোপে গোটা বিশ্ব এখন নাজেহাল ৷ করোনা মোকাবিলায় গোটা বিশ্বই লড়ছে নিজেরে প্রাণপণ দিয়ে ৷ লকডাউন পর্ব দীর্ঘ হতে থাকায় স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব অর্থনীতি ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা পরবর্তী সময়ে গোটা বিশ্বেই আঘাত হানবে আর্থিক মন্দা৷
তবে এই পরিস্থিতি নিয়ে বিশ্ব মহলে চিন্তার ভাঁজ পড়লেও, ভারতের ক্ষেত্রে নাকি এই সময় একেবারেই আর্শিবাদ স্বরূপ ৷ হ্যাঁ, ঠিক এরকমটিই মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ৷
শনিবার CNN-News18-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নীতিন গড়করি বলেন, ‘এই তো সুযোগ ৷ চিনের সঙ্গে ব্যবসায় নারাজ দুনিয়া ৷
advertisement
এই পরিস্থিতি ভারতের কাছে আশীর্বাদ ৷ বিদেশি বিনিয়োগ টানার সেরা সুযোগ ৷’
advertisement
ইতিমধ্যেই জাপান চিন থেকে সরিয়ে নিতে চলেছে মোটা অঙ্কের ব্যবসা ৷ সেই ঘোষণাকে মাথা রেখে গড়কড়ি এদিন বলেন, ‘জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ৷ তাই আশা রাখা যায়, জাপান তার ব্যবসার প্রসারের ব্যাপারে ভারতের কথা ভাববে ৷’ গড়কড়ির কথায়, ‘শুধু জাপান নয়, পাশ্চত্যের অন্যান্য দেশগুলিও এগিয়ে আসবে এ ব্যাপারে ৷ আমার মনে হয় বিদেশি লগ্নির ক্ষেত্রে ভারত একেবারে উপযুক্ত ৷ সস্তার জমি ও দক্ষ শ্রমিকের জন্য ভারত তো বরাবরই প্রথম তালিকায় থাকে বিশ্ব বাজারে ৷ সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাবে বিদেশি সংস্থা ৷’
advertisement
#EXCLUSIVE – I’m sure that we can convert these problems into opportunities, this is a blessing in disguise. We are going to win this war and make India a super economic power: Union Minister @nitin_gadkari speaks to @maryashakil.#IndiaFightsCOVID19 | #TotalLockdown | #StayHome pic.twitter.com/f26d3S3wXe
— CNNNews18 (@CNNnews18) April 25, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 26, 2020 8:07 AM IST







