নতুন সুমারি রিপোর্টে সাফল্যের ছবি কাজিরাঙায়, বাড়ল গন্ডারের সংখ্যা

Last Updated:

বিশেষজ্ঞদের দাবি, চোরা শিকারিদের দাপটের পর গন্ডারের সংখ্যা বৃদ্ধি নিঃসন্দেহে কাজিরাঙার কাছে সাফল্য।

#গুয়াহাটি: কাজিরাঙায় বাড়ল গন্ডারের সংখ্যা। নতুন গন্ডার সুমারিতে অসমের জাতীয় উদ্যানে এখন সংখ্যা ২৪১৩ জন। গত ২৬ থেকে ২৮ মার্চ এই সুমারি হয়। বনকর্তা এন কে বসুর দাবি, চোরাশিকারি, প্রাকৃতিক দুর্যোগের পর ১২টি গন্ডারের সংখ্যার বৃদ্ধি কাজিরাঙার কাছে নতুন সাফল্য।
গত কয়েক বছরে নানা সময়ে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান ঘিরে বন্যপ্রাণ কর্মীদের কাছে উদ্বেগ বেড়েছে। কারণ, নানা সময়ে চোরা শিকারিদের দাপটে প্রাণ গিয়েছেন একাধিক গন্ডারের। রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিলেও পরিকাঠামোর অভাবে তা পুরোপুরি আয়ত্তে আনা সম্ভব হয়নি। এর উপর গত কয়েক বছরে বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে কাজিরাঙা। প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছে একাধিক গন্ডার। গত সোমবার থেকে এই পরিস্থিতিতে শুরু হয়েছিল গন্ডার সুমারি। চলে বুধবার পর্যন্ত। চুয়াত্তরটি দলে ভাগ করে এই সুমারির কাজ হয়। ৪০টি হাতি ও ১৭টি গাড়িতে এই কাজ চালানো হয়। বন দফতরকে এই কাজে সাহায্য করে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা।
advertisement
কাজিরাঙায় বর্তমান গন্ডারের সংখ্যা ২৪১৩। এরমধ্যে পুরুষের সংখ্যা ৫৮২। মহিলা গন্ডার সাতশো তিরানব্বই। এমন ২০৬টি গন্ডারের খোঁজ পাওয়া গিয়েছে যাদের লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি। সুমারিতে উঠে এসেছে, ১ বছরের গন্ডার রয়েছে ২৩০টি।
advertisement
২০১৫ সালে এই সংখ্যা ছিল ২৪০১। শেষ ৩ বছরে কাজিরাঙায় গন্ডার বেড়েছে ১২টি । রাজ্য বন দফতর জানিয়েছেন, এই বছর বেশ কিছু কাজ পুরো করা যায়নি। তাই আগামী বছরেও সুমারির কাজ নতুন করে হবে। বিশেষজ্ঞদের দাবি, চোরা শিকারিদের দাপটের পর গন্ডারের সংখ্যা বৃদ্ধি নিঃসন্দেহে কাজিরাঙার কাছে সাফল্য।
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন সুমারি রিপোর্টে সাফল্যের ছবি কাজিরাঙায়, বাড়ল গন্ডারের সংখ্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement