পর্যটকদের তিন কিমি দৌড় করাল গণ্ডার, অসমের কাজিরাঙায় হাড়হিম কাণ্ড

Last Updated:

Rhino chases tourists: উন্মত্ত গণ্ডারের তাড়া পর্যটকদের। ভিডিও দেখে আঁতকে উঠবেন।

#গুয়াহাটি: ডু নট ডিস্টার্ব! গণ্ডার বলে কি একটু একা থাকতে নেই! সব সময় মানুষের অত্যাচার সহ্য করতে হবে!
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও দেখে অনেকেই অবাক। পর্যটকদের একটি দল পালাও পালাও চিৎকার করতে করতে প্রাণ হাতে নিয়ে ছুটছে। আর তাঁদের গাড়ির পিছনে ছুটছে একশৃঙ্গ গণ্ডার। হাড়হিম করা ভিডিও দেখে আপনিও অবাক হয়ে যাবেন।
আরও পড়ুন- ছোট বয়সে দেশ ছেড়ে ফের ফিরতে চাইলে মিলবে নাগরিকত্ব? জানুন কী জানাল কেন্দ্র
উন্মত্ত গণ্ডার পর্যটকদের জিপ তাড়া করল। আর পর্যটকরা কোনওরকমে প্রাণ বাঁচালেন। এক-দু পা নয়, টানা ৩ কিমি রাস্তা ধরে পর্যটকদের জিপ তাড়া করল সেই গণ্ডার। গাড়ি থেকেই এক পর্যটক সেই কাণ্ড ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিও ক্লিপ এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
advertisement
অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের ঘটনা। সেখানে শৃঙ্গ গণ্ডারদের দেখতে বছরের বিভিন্ন সময় পর্যটকদের ভিড় লেগে থাকে। ফলে পশুদের সাবলিল চলাফেরা বিঘ্নিত হয়। এর আগেও একাধিকবার পর্যটকদের জিপ তাড়া করেছে গণ্ডার। তবে তিন কিমি পর্যন্ত পর্যটকদের জিপ তাড়া করার এমন ঘটনা এর আগে ঘটেনি। আর ঘটলেও সেটা লেন্সে বন্দি হয়নি।
অনেকেই মনে করছেন, পর্যটকদের কেউ হয়তো গণ্ডারটিকে উত্ত্যক্ত করেছিল। ফলে রেগে গিয়ে সেণ গণ্ডার পর্যটকদের গাড়িটিকে তাড়া করে। পর্যটকদের গাড়িগুলি একেবারে এলাকাছাড়া করে গণ্ডারটি জঙ্গলে ঢুকে পড়ে। আর গণ্ডারের তাড়া খেয়ে পর্যটকদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়।
advertisement
আরও পড়ুন- প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি, শোক প্রকাশ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
কাজিরাঙা জাতীয় উদ্যানে এখন ২ হাজার ৬১৮টি গণ্ডার রয়েছে। এই সংখ্যা ক্রমবর্ধমান। ২০১৮ সালে সেখানে ৪০০টি গণ্ডারের মৃত্যু হয়েছিল। ফলে বনবিভাগের কর্মীরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে গণ্ডারের সংখ্যা গত ২ বছরের অনেকটাই বেড়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
পর্যটকদের তিন কিমি দৌড় করাল গণ্ডার, অসমের কাজিরাঙায় হাড়হিম কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement