RG Kar Murder Case SC: 'সকালে খুন হয়েছে..., আর রাত ১১:৪৫-এ FIR!' আরজি কর মামলায় বিস্মিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Last Updated:

RG Kar Murder Case SC: হাসপাতাল কর্তৃপক্ষ কেন প্রথমেই FIR করল না? আরজি কর মামলায় প্রশ্ন করল শীর্ষ আদালত। কার অভিযোগের ভিত্তিতে কখন প্রথম এফআইআর? তাও জানতে চাইল সুপ্রিম কোর্ট।

বিস্মিত দেশের প্রধান বিচারপতি
বিস্মিত দেশের প্রধান বিচারপতি
নয়াদিল্লি: হাসপাতাল কর্তৃপক্ষ কেন প্রথমেই FIR করল না? আরজি কর মামলায় প্রশ্ন করল শীর্ষ আদালত। কার অভিযোগের ভিত্তিতে কখন প্রথম এফআইআর? তাও জানতে চাইল সুপ্রিম কোর্ট। শুনানিতে কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়েছিল সেই তথ্য জানতে চান বিচারপতি জেবি পারদিওয়ালা।
বিচারপতির প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী জানান, বেলা ১১টা ৪৫মিনিটে মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হয়েছিল। পরে অধ্যক্ষ অভিযোগ জানান। এর পরই প্রধান বিচারপতির প্রশ্ন করেন, “সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয়? আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে।
advertisement
advertisement
প্রধান বিচারপতির প্রশ্ন, “বিকালে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় খুন। এফআইআর দায়ের হয়েছিল বেলা ১১টা ৪৫মিনিটে। তার আগে কী করছিলেন অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ? ওই সময়ে মৃতার বাবা-মা ছিলেন না। হাসপাতালের দায়িত্ব ছিল এফআইআর দায়ের করা।”
রাজ্যের আইনজীবীর কাছে সুপ্রিম কোর্টের তরফে জানতে চাওয়া হয়, “আমরা জানতে চাই কে ফোন করেছিলেন পরিবারকে? আমরা জানতে চাই এফআইআর কখন দায়ের করা হল? উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘১১:৪৫ এ এফআইআর করা হয়েছে। রাত ৮:৩০ দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আর রাত ১১:৪৫-এ পরিবারের অভিযোগে এফ আই আর রুজু হয়েছে।’
advertisement
উত্তরে বিস্ময় প্রকাশ করে বিচারপতির প্রশ্ন, ‘কেন? সকালে জানা গিয়েছে একজন সিনিয়র রেসিডেন্ট খুন হয়েছে আর রাত ১১:৪৫ এ এফ আই আর! বিস্মিত দেশের প্রধান বিচারপতি। ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন, ‘চিকিৎসকের খুন হওয়ার মুহূর্তে পরিবারের মানুষ সেখানে উপস্থিত ছিলেন না তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন এফআইআর করবে না?’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
RG Kar Murder Case SC: 'সকালে খুন হয়েছে..., আর রাত ১১:৪৫-এ FIR!' আরজি কর মামলায় বিস্মিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement