মোদি সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, দাবি সোনিয়ার

Last Updated:

টার্গেট ২০১৯ নির্বাচন ৷ সেই নির্বাচনে বিজেপিকে রুখতে নয়া রণকৌশল কী হতে পারে ? সেই রণকৌশল বাতলে নিতেই আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের নবগঠিত কার্যকরী কমিটির বৈঠক হয়

#নয়াদিল্লি: টার্গেট ২০১৯ নির্বাচন ৷ সেই নির্বাচনে বিজেপিকে রুখতে নয়া রণকৌশল কী হতে পারে ? সেই রণকৌশল বাতলে নিতেই আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের নবগঠিত কার্যকরী কমিটির বৈঠক হয় ৷ সেই বৈঠকে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাসহ উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধীও ৷
বিজেপিকে রুখতে নয়া রণকৌশলের খোঁজে বৈঠক করল কংগ্রেস ৷ সংসদের অ্যানেক্স হলে রাহুল গান্ধির নেতৃত্বে সিডব্লিউসি-র বৈঠক হয় ৷ সেই বৈঠকে সোনিয়া বলেন,
বিজেপি-আরএসএসের সাংগঠনিক শক্তি আছে ৷ আর্থিক শক্তিতেও বলীয়ান বিজেপি-আরএসএস ৷ কৌশলী জোট গড়ে আমাদের লড়তে হবে ৷ গণতন্ত্রে সমমনোভাবপন্ন দলকে সঙ্গে নিতে হয় ৷ ব্যক্তিগত আকাঙ্খাকে দূরে সরিয়ে লড়তে হবে ৷ আরএসএসের আদর্শবিরোধী পথে লড়তে হবে ৷
advertisement
advertisement
আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট বেঁধে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এগোতে চাইছে কংগ্রেস, সেই বিষয়টি এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন সোনিয়া গান্ধী ৷ বলেন,
‘নরেন্দ্র মোদী সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ আমাদের দেশের গণতন্ত্র বাঁচানোর সময় এসেছে ৷’
দলের বরিষ্ঠ নেতা পি চিদম্বরমও ছিলেন এই বৈঠকে ৷ বিরোধী জোটের মধ্যে সবথেকে ‘বড় দল’ হতে চায় কংগ্রেস ৷ এমন একটি ইঙ্গিতও এদিন দিলেন চিদম্বরম ৷ বলেন,
১২ রাজ্যে আমাদের পার্টি শক্তিশালী ৷ সেখানে দলীয় শক্তি বাড়ানো যেতে পারে ৷ রাজ্যগুলিতে তিন গুণ শক্তি বাড়তে পারে ৷ এভাবেই কংগ্রেস ১৫০ আসনের লক্ষে পৌঁছবে ৷ বাকি রাজ্যে শক্তিশালীদের সঙ্গে জোট ৷ জোট বেঁধে লোকসভায় লড়বে কংগ্রেস ৷ এভাবে ৩০০ আসনে পৌঁছবে বিরোধীরা ৷ বিরোধী জোট সরকার তৈরি সম্ভব হবে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, দাবি সোনিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement