ওয়াইন গ্লাসে পাস্তা পরিবেশন ! রেঁস্তোরার আজব কাণ্ডকারখানায় সবাই হতবাক

Last Updated:

সম্প্রতি টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে একটা রেস্টুরেন্টে ওয়াইনের গ্লাসে পাস্তা সার্ভ করা হচ্ছে। খাবারটা খুব সাধারণ হলেও পরিবেশনের ধরণ অভিনব। অদ্ভুত এই ঘটনাটি নেটিজেনদের মনে ভিন্ন প্রশ্নের সৃষ্টি করেছে। restaurant serving pasta in wine glass

আজকাল বড় বড় রেস্টুরেন্টগুলোতে কাস্টোমারদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন অভিনব পদ্ধতিতে খাবার সার্ভ করা হয়ে থাকে। খাবারের স্বাদের সঙ্গে খাবার পরিবেশন করার ধরণও একটা রেস্টুরেন্টের সুনামের জন্য খুবই জরুরি। তাই ফাইন ডাইনের মাধ্যমে হোটেল বা রেস্টুরেন্টে খাবার সার্ভ করার পদ্ধতি গ্রাহকদের সেই দিকে আকর্ষণ করে।
সম্প্রতি টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে এই ফাইন ডাইনের ছবি ফুটে উঠেছে। ভিডিওটিতে দেখানো হয় একটি রেস্টুরেন্টে ওয়াইন গ্লাসে পাস্তা সার্ভ করা হচ্ছে। পাস্তা ভর্তি ওয়াইনের গ্লাসটি একটি প্লেটের উপর উল্টো করে রাখা আছে এবং ধীরে ধীরে সেটিকে পুল মি আপ স্টাইলে সরিয়ে নিয়ে পাস্তা প্লেটে সার্ভ করা হয়। উল্টানো গ্লাসের বেসে গ্রেট করা চিজ আনা হয় ।ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
প্লেটে পাস্তা সেট হয়ে গেলে, ওয়েটার পাস্তার ওপর চিজ ঢেলে দেয়।
কিন্তু ভিডিওটি শেয়ার হওয়ার পরে বহু ইউসারদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জমা হতে থাকে। বেশিরভাগ লোকে পাস্তা সার্ভ করার এই পদ্ধতিটাকে অযৌক্তিক বলে মনে করেছেন।
advertisement
এই ভিডিওটি মূলত TikTok-এ শেয়ার করা হয়েছে। পূৰ্ণাই এটি টুইটারে শেয়ার করা হলে ভিডিওটি ৩৪৬ হাজার ভিউস সংগ্রহ করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ওয়াইন গ্লাসে পাস্তা পরিবেশন ! রেঁস্তোরার আজব কাণ্ডকারখানায় সবাই হতবাক
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement