CNN-News18 SheShakti 2024: লোকসভায় মহিলাদের সংরক্ষণ বৈপ্লবিক পদক্ষেপ... CNN-News18 SheShakti 2024-এ জানালেন ধনখড়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
CNN-News18 SheShakti 2024: প্রসঙ্গত আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনারও তীব্র নিন্দা করেন তিনি।
নয়া দিল্লি: ‘লোকসভায় মহিলাদের সংরক্ষণ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পদক্ষেপ।’ সোমবার CNN-News18 SheShakti 2024-এ এমনটাই বললেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
তিনি বলেন “শক্তি আমাদের সবার মধ্যে থাকে। এবার থেকে নীতিনির্ধারণ, সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও বেশি সংখ্যক মহিলারা থাকবেন। তাঁরা তাঁদের যাবতীয় অভিজ্ঞতার কথা বলবেন। এটি একটি যুগান্তকারী উন্নয়ন। নারীর ক্ষমতায়নের দিকে এখন পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী পদক্ষেপ।” প্রসঙ্গত, লোকসভার পরে রাজ্যসভাতে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। লোকসভা এবং বিধানসভায় মহিলা প্রতিনিধিদের ৩৩ শতাংশ সংরক্ষণের দাবি দীর্ঘদিনের।
advertisement
In the Vedas, we had women like Gargi, Maitri, Viswambhara and Apala, who were great scholars and dominated the scene: Vice-President of India, Jagdeep Dhankar (@VPIndia)#SheShakti2024 #BreakingBarriers pic.twitter.com/AVedXqt5Fy
— News18 (@CNNnews18) September 16, 2024
advertisement
আরও পড়ুন- ‘মোদি ৩.০’-র প্রথম ১০০ দিন; কী কী বড় পদক্ষেপ করল সরকার? আগামী দিনে কী কী বদলাবে দেশে? জেনে নিন
বেদের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। বলেন, ‘বেদে গার্গী, মৈত্রী, বিশ্বম্ভরা এবং অপালের মতো মহিলারা ছিলেন। তাঁরা কখনওই আশা ছেড়ে দেননি। একটা সময় ছিল যখন নারী-পুরুষ সমান ছিল। আমরা অতীতের সেই গৌরব পুনরুদ্ধারের পথ খুঁজে পাচ্ছি।’
advertisement
প্রসঙ্গত আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনারও তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ‘এটা একটা লজ্জাজনক এবং নিন্দনীয় বিষয়! আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ। এর প্রায়শ্চিত্ত করতেই হবে…’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 10:17 PM IST