প্রজাতন্ত্র দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা, উচ্চপ্রযুক্তি সম্পন্ন ক্যামেরায় ধরা পড়বে সন্ত্রাসবাদ !

Last Updated:
#নয়াদিল্লি: আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ৷ রাজধানীর রাজপথে চলবে প্যারেড ৷ যার জেরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী ৷ জঙ্গি হামলা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ ৷ সিসিটিভি ক্যামেরা তো রয়েছেই ৷ সেই সঙ্গে প্যারেড চত্বরে লাগানো হয়েছে ৩০টি বিশেষ নজরদারি ক্যামেরা ৷
সন্ত্রাসবাদীদের সহজেই চিহ্নিত করবে এই নজরদারি ক্যামেরা ৷ এমনকী, ভিড়ের মধ্যেও যদি মিশে থাকে সন্ত্রাসবাদীরা ৷ তাহলে সহজেই এই ক্যামেরা চিহ্নিত করবে এবং সুরক্ষা সংস্থার কাছে চলে যাবে সংকেত ৷ তৎক্ষণাৎ সতর্ক হয়ে যাবে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা ৷
advertisement
এই ৩০ টি ক্যামেরার ছবিতে অনবরত নজর রাখবে দিল্লি পুলিশ স্পেশাল সেল এবং ক্রাইম ব্রাঞ্চ ৷ ভিড়ের মধ্যে কোনও সন্দেহজনক গতিবধি লক্ষ্য করলেই তৎক্ষণাৎ তল্লাশি চালাবে পুলিশ ৷ পাশাপাশি দিল্লি পুলিশের অপর একটি ইউনিট সন্ত্রাসবাদী, গ্যাংস্টারদের সমস্ত ডেটা এবং ছবি নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ৷
advertisement
রাজপথের উপরে চারটি সংবেদনশীল এলাকা চিহ্নিত করা হয়েছে ৷ এই জোন নম্বরগুলি হল ৭, ৮, ৯, ১০ ৷ এই জোনেই লাগানো হয়েছে ৩০টি সিসিটিভি ক্যামেরা ৷ দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রায় ২০ হাজারেরও বেশি লোকের ভিড়ের মধ্যে সন্দেহজনক ব্যক্তিকে চিহ্নিত করবে এই ক্যামেরা ৷ বিমানবন্দরে ইতিমধ্যেই এই ক্যামেরাগুলিকে বসিয়ে পরীক্ষা করা হয়েছে ৷ সেই পরীক্ষায় সফল হওয়ার পরই রাজধানীর রাজপথে লাগানো হয়েছে এই ক্যামেরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রজাতন্ত্র দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা, উচ্চপ্রযুক্তি সম্পন্ন ক্যামেরায় ধরা পড়বে সন্ত্রাসবাদ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement