রাজধানীর রাজপথে মহড়া নিল তেজস থেকে সুখোই, অভিভূত আরব আমিরশাহীর যুবরাজ
Last Updated:
দেশ জুড়ে পালিত হল ৬৮তম সাধারণতন্ত্র দিবস। বৃহস্পতিবার নয়াদিল্লির রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয় এই বিশেষ দিনটি।
#নয়াদিল্লি: দেশ জুড়ে পালিত হল ৬৮তম সাধারণতন্ত্র দিবস। বৃহস্পতিবার নয়াদিল্লির রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আরব আমিরশাহীর রাজপুত্র মহম্মদ বিন জায়েদ আল নহিয়ান। এদিন, কুপওয়াড়ায় জঙ্গিদমন অভিযানে নিহত হাবিলদার হাঙ্গপান দাদার পরিবারের হাতে তুলে দেওয়া হয় মরণোত্তর অশোক সম্মান।
বৃহস্পতিবার, অমর জ্যোতি জওয়ানে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। অমর জওয়ান জ্যোতিতে শহীদ সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ৷ বিউগল বাজিয়ে স্যালুটের জানিয়ে সম্পন্ন হয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন ৷
৬৮ তম সাধারণতন্ত্র দিবসে বিশেষ অতিথি আরব আমিরশাহীর রাজপুত্র মহম্মদ বিন জায়েদ আল নহিয়ান। তাঁকে নিয়ে অনুষ্ঠানে আসেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। জাতীয় সংগীতের সঙ্গে ২১ তোপধ্বনিতে তেরঙা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
advertisement
advertisement
কূপওয়াড়ায় জঙ্গিদমন অভিযানে নিহত হাবিলদার হাঙ্গপান দাদার পরিবারের হাতে তুলে দেওয়া হয় মরণোত্তর অশোক চক্র।
সমরাস্ত্র প্রদর্শনীতে শুরুতেই ছিল ট্যাঙ্ক ও কামান বাহিনী। এরপর, ব্রহ্মস, আকাশ-সহ নানা মিসাইল নিয়ে চলে প্রদর্শনী। এবছর প্রথমবার কুচকাওয়াজে অংশ নেয় এনএসজি কমান্ড্যোবাহিনী ৷ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস-সহ জাগুয়ার ও সুখোইকে রাজধানীর আকাশে উড়তে দেখা যায়।
advertisement
লাল কেল্লা পর্যন্ত কুচকাওয়াজে অংশগ্রহণ করে এনএসজি। অংশ নেয় মোটরবাইক বাহিনী ও আরব আমিরশাহীর সেনাও। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য অতিথিদের গার্ড অব অনার দেয় বাহিনী।
বৃহস্পতিবার রাজধানীর রাজপথে মিশে যায় গোটা দেশ। ছিল জিএসটি ও গ্রিন ইন্টিয়া নিয়ে বিশেষ ট্যাবলো। ১৭টি রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হয় রাজপথে ৷ সেখানে তুলে ধরা হয় বৈচিত্রের মধ্যে ভারতীয় সংস্কৃতির ঐক্য ৷ জাতীয় মঞ্চে পশ্চিমবঙ্গের থিম ছিল শারদোৎসব। মহারাষ্ট্রের বিষয় ছিল বাল গঙ্গাধর তিলকের ১৬০ তম জন্মজয়ন্তী ৷ গুজরাটের ট্যাবলোয় কচ্ছ্বের বাসিন্দাদের লোকজীবন ছিল তো হরিয়ানার ট্যাবলো দেখায় বেটি বাঁচাও, বেটি পড়াও-এর কাহিনী ৷ ড্রাম-ট্রাম্পেট সুরের মূর্ছনায় গোয়ার ট্যাবলো ভাসিয়ে নিয়ে যায় তো হোজাগিরি আদিবাসী নৃত্যে ভরপুর ত্রিপুরা ৷ জাতীয় সাংস্কৃতিক বৈচিত্রকে একসূত্রে গাঁথল রাজপথ ৷
advertisement
এরকম জমকালো অনুষ্ঠান ও ভারতের সামরিক শক্তির প্রদর্শন দেখে অভিভূত UAE যুবরাজ মহম্মদ বিন জায়েদ ৷ ট্যুইট করে সে কথা জানান যুবরাজ ৷
Mohamed bin Zayed: I am very delighted and honored to share Republic Day celebrations with the Indian people.
— أخبار محمد بن زايد (@MBZNews) January 26, 2017
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2017 4:04 PM IST