পরেরবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভূমিপুজো হল বুধবার৷ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এদিন তিনি জানালেন যে, পরেরবার প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) প্যারেড দিল্লির চেনা রাজপথের বদলে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে হবে৷
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভূমিপুজো হল বুধবার৷ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এদিন তিনি জানালেন যে, পরেরবার প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) প্যারেড দিল্লির চেনা রাজপথের বদলে সেন্ট্রাল ভিস্তা (Central Vista Avenue) অ্যাভিনিউতে হবে৷
হরদীপ পুরী বলছেন, "পরেরবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে৷ এটা আধুনিক ভারতের প্রতীক হবে৷ যদিও অনেকে এর এর গুরুত্ব বোঝে না৷ তাঁরা চায় না দেশের আরও অগ্রগতি হোক৷ তাঁরা কো করোনা টিকা নিয়ে প্রশ্ন তুলেছিল৷ কিন্তু আমরা অভূতপূর্ব টিকাকরণ করেছি৷"
এদিনের ভূমিপুজোর সঙ্গেই সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ পুনসংস্কারের কাজ শুরু হয়ে গেল বলা চলে৷ এই রাস্তা দিল্লির উত্তর ও দক্ষিণ ব্লক থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত৷ এর মধ্যে রাজপথ, বাগান-খাল রয়েছে, দু'দিক দেখা যাবে গাছের সারি৷ বিজয় চক ও ইন্ডিয়া গেট প্লাজা নিয়ে ৩ কিলোমিটারের লম্বা এক রাস্তা৷
advertisement
advertisement
Preparing India’s rich cultural heritage for the future!
Another step in the momentous Central Vista redevelopment project. Delighted to perform the Ground Breaking Ceremony & Bhoomi Poojan of Central Vista Avenue today. pic.twitter.com/2aPHG4gZl8 — Hardeep Singh Puri (@HardeepSPuri) February 4, 2021
advertisement
Objective of this project is to make the Avenue an icon that truly befits New India. This will be achieved by refurbishing, strengthening & restoring landscape & tree cover of the avenue, providing amenities, making it more pedestrian friendly & easier for traffic to negotiate. pic.twitter.com/kOQBen62yl
— Hardeep Singh Puri (@HardeepSPuri) February 4, 2021
advertisement
রাজধানীর অভিজাত লুটিয়েন্সে দিল্লির বুকে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৮৬ একর জমিকে সম্পূর্ণ নতুন রূপে সাজাতে চান মোদি৷ গত ১০ ডিসেম্বর ২০ হাজার কোটি টাকার এই প্রকল্পের শিলান্যাস করেনও তিনি৷ প্রধানমন্ত্রী যদিও জানিয়েছিলেন যে, শীর্ষ আদালতের থেকে সম্মতি না পাওয়া পর্যন্ত এর নির্মাণকাজ শুরু হবে না।
advertisement
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে মূলত নতুন সংসদ ভবন গড়ে উঠবে৷ আগামী বছর স্বাধীনতা দিবসের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে চায় সরকার৷ ভাবী সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার চেয়ে হাউসগুলি অনেকটাই বড় হবে৷ জানা যাচ্ছে ৮৮৮ ও ৩৮৪ জনের বসার ক্ষমতা থাকবে দু'টি কক্ষে। লোকসভা হলেও অতিরিক্ত ১,২৭২টি আসন থাকবে সেখানে।
সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে বিরোধীরা চোখ কপালে তুলেছিল৷ আদালেত আবেদনকারীদের দাবি ছিল যে, মোদির এই প্রকল্পে দিল্লির ৮৬ একর সবুজ ধ্বংস হবে৷ পাশাপাশি দিল্লি উন্নয়ন আইনের বিরুদ্ধে গিয়ে এই প্রকল্পের জমি বদল করা হয়েছে বলেও অভিযোগ ছিল তাঁদের৷
advertisement
সরকারের পক্ষে যুক্তি ছিল যে বর্তমান সংসদ ভবনের জায়গা অনেকটাই কম৷ এমনকী ভবনটি ভূমিকম্প প্রতিরোধক নয়, অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও খামতি রয়েছে৷ শীর্ষ আদালত দু'পক্ষের বক্তব্য শুনেই আবেদনকারীদের দাবি খারিজ করে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে সবুজ সঙ্কেত দিয়েছে গত মঙ্গলবার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2021 4:47 PM IST

