পরেরবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভূমিপুজো হল বুধবার৷ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এদিন তিনি জানালেন যে, পরেরবার প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) প্যারেড দিল্লির চেনা রাজপথের বদলে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে হবে৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভূমিপুজো হল বুধবার৷ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এদিন তিনি জানালেন যে, পরেরবার প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) প্যারেড দিল্লির চেনা রাজপথের বদলে সেন্ট্রাল ভিস্তা (Central Vista Avenue) অ্যাভিনিউতে হবে৷
হরদীপ পুরী বলছেন, "পরেরবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে৷ এটা আধুনিক ভারতের প্রতীক হবে৷ যদিও অনেকে এর এর গুরুত্ব বোঝে না৷ তাঁরা চায় না দেশের আরও অগ্রগতি হোক৷ তাঁরা কো করোনা টিকা নিয়ে প্রশ্ন তুলেছিল৷ কিন্তু আমরা অভূতপূর্ব টিকাকরণ করেছি৷"
এদিনের ভূমিপুজোর সঙ্গেই সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ পুনসংস্কারের কাজ শুরু হয়ে গেল বলা চলে৷ এই রাস্তা দিল্লির উত্তর ও দক্ষিণ ব্লক থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত৷ এর মধ্যে রাজপথ, বাগান-খাল রয়েছে, দু'দিক দেখা যাবে গাছের সারি৷ বিজয় চক ও ইন্ডিয়া গেট প্লাজা নিয়ে ৩ কিলোমিটারের লম্বা এক রাস্তা৷
advertisement
advertisement
advertisement
advertisement
রাজধানীর অভিজাত লুটিয়েন্সে দিল্লির বুকে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৮৬ একর জমিকে সম্পূর্ণ নতুন রূপে সাজাতে চান মোদি৷ গত ১০ ডিসেম্বর ২০ হাজার কোটি টাকার এই প্রকল্পের শিলান্যাস করেনও তিনি৷ প্রধানমন্ত্রী যদিও জানিয়েছিলেন যে, শীর্ষ আদালতের থেকে সম্মতি না পাওয়া পর্যন্ত এর নির্মাণকাজ শুরু হবে না।
advertisement
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে মূলত নতুন সংসদ ভবন গড়ে উঠবে৷ আগামী বছর স্বাধীনতা দিবসের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে চায় সরকার৷ ভাবী সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার চেয়ে হাউসগুলি অনেকটাই বড় হবে৷ জানা যাচ্ছে ৮৮৮ ও ৩৮৪ জনের বসার ক্ষমতা থাকবে দু'‌টি কক্ষে। লোকসভা হলেও অতিরিক্ত ১,২৭২টি আসন থাকবে সেখানে।
সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে বিরোধীরা চোখ কপালে তুলেছিল৷ আদালেত আবেদনকারীদের দাবি ছিল যে, মোদির এই প্রকল্পে দিল্লির ৮৬ একর সবুজ ধ্বংস হবে৷ পাশাপাশি দিল্লি উন্নয়ন আইনের বিরুদ্ধে গিয়ে এই প্রকল্পের জমি বদল করা হয়েছে বলেও অভিযোগ ছিল তাঁদের৷
advertisement
সরকারের পক্ষে যুক্তি ছিল যে বর্তমান সংসদ ভবনের জায়গা অনেকটাই কম৷ এমনকী ভবনটি ভূমিকম্প প্রতিরোধক নয়, অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও খামতি রয়েছে৷ শীর্ষ আদালত দু'পক্ষের বক্তব্য শুনেই আবেদনকারীদের দাবি খারিজ করে  সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে সবুজ সঙ্কেত দিয়েছে গত মঙ্গলবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরেরবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement