লালগড়ে বাঘ মৃত্যুর কেন্দ্রীয় তদন্ত, দেড় বছর পর তদন্তে কেন্দ্রীয় দল

Last Updated:

জঙ্গলে শিকার উৎসবে বাঘ খুনের অভিযোগ ওঠে

#নয়াদিল্লি: লালগড়ের বাঘঘরায় বাঘের অপমৃত্যু হয়েছিল প্রায় দেড় বছর আগে। শুক্রবার সেই ঘটনার তদন্ত শুরু করল ব্যাঘ্র নিরাপত্তা বিষয়ক দফতরের পূর্বাঞ্চলীয় দফতর। বাঘের নিরাপত্তায় বনদফতরের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এতদিন পর তদন্তে কোনও সূত্র মিলবে কী না তা নিয়ে প্রশ্ন উঠছে।
লালগড়ে বাঘের মৃত্যুর পর প্রায় দেড় বছর লাগল তদন্ত শুরু করতে।২০১৮ সালের ১৩ এপ্রিল, লালগড়ের বাঘঘরার জঙ্গলে মিলেছিল পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গলের ক্ষতবিক্ষত দেহ।একাধিক আঘাতের চিহ্ণ মিলেছিল বাঘের দেহে। জঙ্গলে শিকার উৎসবে বাঘ খুনের অভিযোগ ওঠে। সেসময় তদন্তের রিপোর্ট দেওয়া হয় দিল্লিতে। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি কেন্দ্র।
১ বছর চার মাস পর বাঘ মৃত্যুর তদন্তে ব্যাঘ্র নিরাপত্তা বিষয়ক পূর্বাঞ্চলীয় দফতর। জঙ্গলের যে সব জায়গায় বাঘটি ঘুরে বেড়িয়েছিল, সেই জায়গাগুলি ঘুরে দেখেন পূর্বাঞ্চলীয় দফতরের প্রধান ডবলিউ লাম্বা। বন দফতরের তৎকালীন আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।তদন্তে দেরি হওয়ার দায় অবশ্য রাজ্যের উপরই চাপিয়েছেন ব্যাঘ্র নিরাপত্তা বিষয়ক দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান।সব বিষয় খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবেন তিনি।
advertisement
advertisement
বাঘের নিরাপত্তায় বনদফতরের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এতদিন পর তদন্তে আদৌ কোনও সূত্র মিলবে কি? ২০১৯-এর ২৪ জুলাই উত্তরপ্রদেশের পিলভিটেও ঠিক একই ঘটনা ঘটে।একটি বাঘিনীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। সে তদন্তেও কোনও গতি নেই। এখনও গ্রেফতার হয়নি কেউ। একদিকে যখন বাঘসুমারিতে দেশে বাঘের সংখ্যা বাড়ায় উচ্ছ্বসিত কেন্দ্র, সেখানে বাঘ মৃত্যুর তদন্তে এত সময় কেন লাগছে তার কোনও সদুত্তর মেলেনি
বাংলা খবর/ খবর/দেশ/
লালগড়ে বাঘ মৃত্যুর কেন্দ্রীয় তদন্ত, দেড় বছর পর তদন্তে কেন্দ্রীয় দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement