Reliance AGM Live: জিও ধন ধনা ধন অফার চলবে, ঘোষণা মুকেশ আম্বানির

Last Updated:

সকাল ১১ টা থেকে শুরু হবে রিল্যায়েন্সের ৪০ তম বার্ষিক সভা ৷

মুম্বই:  সকাল ১১ টা থেকে শুরু হয় রিল্যায়েন্সের ৪০ তম বার্ষিক সভা ৷ এদিন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানির ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন Youtube, Facebook, Twitter, Jio Chat, Jio Digital Life ৷
গত বছর বার্ষিক সভায় জিও লঞ্চ করেছিল রিল্যায়েন্স ৷ এবারও সেদিকে নজর রেখেছিল সকল ৷ জল্পনা ছিল যে ফিচার ফোন লঞ্চ করবে মুকেশ আম্বানি ৷ আর ঠিত তাই হল ৷ জিও ফোন লঞ্চ করলেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷ যা গ্রাহকরা পেয়ে যাবেন একদম বিনামূল্যে ৷
-পোস্টাল ব্যালটের মাধ্যমে তাতে সমস্ত শেয়ারহোল্ডারের অনুমোদন চায় ৷
advertisement
advertisement
-কর্মচারীদের ১:১ বোনাস দেওয়ার প্রস্তাব রেখেছে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ বোর্ড ৷
-ঘোষণা করার পর ১২:১৬ নাগাদ  রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ১.৮১% বেড়ে হয়েছে ১,৫৫৬ টাকা ৷
-ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করবে জিও: মুকেশ আম্বানি ৷
ril 4
- যারা আগে থেকে বুক করবেন তারা সেপ্টম্বর মাসে পেয়ে যাবেন হ্যান্ডসেট ৷ প্রি বুকিং  শুরু হবে ২৪ অগাস্ট থেকে ৷
advertisement
-সপ্তাহে ৫ মিলিয়ন গ্রাহক সংগ্রহ লক্ষ্য ৷
-দেশীয় প্রযুক্তিতে তৈরি জিও ফোন  ৷
-জিও ধন ধনা ধন অফার চলবে, জানালেন মুকেশ আম্বানি ৷
-জিও-য় দু’দিন ও সাপ্তাহিক সুবিধা মিলবে ৷
-তিন বছর পর ওই টাকা ফেরত পেয়ে যাবেন গ্রাহকরা , আশ্বাস রিল্য়ান্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷
-জিও ফোন পেতে তিন বছরের জন্য জমা রাখতে হবে ১৫০০ টাকা : মুকেশ আম্বানি
advertisement
-জিও গ্রাহকরা জিও ফোন পেয়ে যাবেন বিনামূল্যে: মুকেশ আম্বানি
-জিও ফোনের মাধ্যমে যে কোনও টিভির সঙ্গে সংযোগ করা যাবে ৷
-মাসে ৩০৯ টাকায় মিলবে জিও টিভি কেবল ৷
-এবার জিও পরিষেবা কেবল টিভিতেও ৷
- ফিচার ফোনে মিলবে আনলিমিটেড ডেটা ৷ মাত্র ১৫৩ টাকায় মিলবে সমস্ত সুবিধা: মুকেশ আম্বানি
-জিও ফোন বৈপ্লবিক ফোন ৷ এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন ফ্রি ভয়েস কলের সুবিধআ: মুকেশ আম্বানি ৷
advertisement
-ভারতের ২২ ভাষা সাপোর্ট করবে নতুন এই ফিচার ফোন যা স্মার্টফোনের থেকে কোনও অংশে কম নয় ৷
-দেশের ১ নম্বর মোবাইল নেটওয়ার্ক জিও , জানালেন মুকেশ আম্বানি ৷
f01c82982b30216b56621d90f86bfb0c
-সমস্ত জিও অ্যাপ মিলবে নতুন ফোনে ৷
-ফেসবুক, হোয়াটসঅ্যাপের চেয়েও জনপ্রিয় জিও ৷
advertisement
ril 3
-জিও ফোন  - ইন্ডিয়া কা ডিভাইস লঞ্চ করল রিল্যায়েন্স ৷
- তিন বছরেই সবচেয়ে বড় ৪জি নেটওয়ার্ক জিও ৷
-১০ লক্ষ আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে ৷
-সেপ্টম্বরের মধ্যে প্রতি শহরে ১০ হাজার অফিস হবে: মুকেশ আম্বানি ৷
-ট্রাইয়ের বিচারে এগিয়ে জিও
advertisement
-১ বছরে ৯৯ শতাংশ গ্রাহকের কাছে জিও পৌঁছব : মুকেশ আম্বানি
ril 1
-প্রযুক্তিতে ভারত সবচেয়ে বড় বাজার: মুকেশ আম্বানি
-সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তায় শীর্ষ ভারত: মুকেশ আম্বানি ৷
-মোবাইল নেট ব্যবহারে এক নম্বর ভারত ৷
-একের পর এক রেকর্ড ভেঙে চলেছে জিও ৷
-জিও লঞ্চ হওয়ার পর ইন্ডিয়ায় প্রতিমাসে এখন ১২০ কোটি জিবি ডেটা ব্যবহার করে যা আগে ২০ কোটি জিবি ছিল: মুকেশ আম্বানি
- মোবাই ডেটা ব্যবহারে ইন্ডিয়া এখন প্রথম স্থানে, বললেন মুকেশ আম্বানি ৷
- ডিজিটাল ইন্ডিয়া মিশনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন কর্ণধার মুকেশ আম্বানি ৷
- মোট লাভের পরিমাণ ৩০হাজার কোটি টাকা ৷
ril
- গত ১০ বছরে অনেক রেকর্ড ভেঙেছে জিও ৷
- ১৭০ দিনে ১০০ মিলিয়ন গ্রাহক সংখ্যা জিও-র, অথার্ৎ সেকেন্ডে সাত জন গ্রাগক যুক্ত হয়েছে জিও-র সঙ্গে  : মুকেশ আম্বানি ৷
- রিল্যায়েন্সের ৪০ বছরের পথ চলা সম্পূর্ণ হল ৷ এই সাফল্য ধীরুভাই আম্বানিকে উৎসর্গ করলাম: মুকেশ আম্বানি ৷
- ৩৫০০ কর্মী নিয়ে পথা চলা শুরু ৷ এখন সংস্থার কর্মী সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৷
- রিল্যায়েন্স ইন্ডস্ট্রিজের ৪০ তম বার্ষ সভায় উপস্থিত মুকেশ আম্বানি ৷
-সভা মুম্বইয়ের বিড়লা মাতুশ্রী সভাঘরে আয়োজন করা হয়েছে ৷
4a5b44760b0ddaf6fb617ad2bb6610e5
-গত বছর বার্ষিক সভায় জিও লঞ্চ করে টেলিকম দুনিয়ায় ঝড় তুলেছিল মুকেশ আম্বানির সংস্থা ৷ তাই জল্পনা চলছে বিভন্ন মহলে যে এবারও গ্রাহকদের জন্য বড় কোনও ধামাকা আনতে চলেছেন তিনি ৷
Ambani Chairman and Managing Director of Reliance Industries attends annual meeting of WEF in Davos
-আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে রিল্যায়েন্সের বার্ষিক সভা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Reliance AGM Live: জিও ধন ধনা ধন অফার চলবে, ঘোষণা মুকেশ আম্বানির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement