Viral Video: বরফঢাকা পাহাড়ের মাঝে গাছের মগডালে ওটা কে বসে! ভাইরাল ভিডিও ঘিরে ঝড় সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Video: বরফে ঢাকা পাহাড়ের প্রেক্ষাপটের অপূর্ব নৈসর্গিক আবহে দুর্লভ প্রাণীটিকে দেখা মুগ্ধ নেটদুনিয়া
তাওয়াং : শান্ত স্বভাবের রেড পান্ডা সারা পৃথিবীর বিরলতম প্রাণীগুলির মধ্যে অন্যতম। বিড়ালছানার চেহারার সঙ্গে চেহারার সাদৃশ্য থাকা এই প্রাণীর সারা শরীরে থাকে লালচে খয়েরি রেখা। সেই দুর্লভ রেড পান্ডা এ বার দেখা গেল অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায়। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু প্রাণীটির ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বরফে ঢাকা পাহাড়ের প্রেক্ষাপটের অপূর্ব নৈসর্গিক আবহে দুর্লভ প্রাণীটিকে দেখা মুগ্ধ নেটদুনিয়া।
মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশে গাছের মগডালে বসে জুলজুল চোখে তাকিয়ে আছে রেড পান্ডাটি। ক্যামেরার দিক থেকে এক মুহূর্তের জন্যেও চোখ সরায়নি সে। ক্যামেরা দেখে দিব্যি খুশি সে। খানিক পরেই ক্যামেরা থেকে চোখ সরিয়ে চার পাশে দেখতে থাকে সে।
advertisement
এই ভিডিও শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু-ও। ক্যাপশনে লিখেছেন ‘‘কী মিষ্টি ছোট্ট রেড পান্ডা পাওয়া গিয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াঙে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুজি শেয়ার করেছেন। এই সুন্দর প্রজাতির প্রাণীকে সংরক্ষণ করা দরকার।’’ আরও একটি ট্যুইটে রিজিজু লিখেছেন ‘‘এই সুন্দর অথচ দুর্লভ প্রাণীকে সিকিম, অরুণাচলপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ে দেখতে পাওয়া যায়।’’
advertisement
Cute and little #RedPanda 🐼 spotted in Tawang!
The small mammal is listed as endangered in the International Union for Conservation of Nature list of threatened species.
These bamboo-munching species mostly reside in Himalayan regions of Northeast. Let us together protect… pic.twitter.com/h2RGbSvpwy
— Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། (@PemaKhanduBJP) May 23, 2023
advertisement
প্রসঙ্গত পেমা খাণ্ডুর শেয়ার করা পোস্টে ইতিমধ্যেই ১.২ লক্ষ ভিউজ এসেছে। লাইক ছাপিয়ে গিয়েছে ৪ হাজার। নেটিজেনরা একইসঙ্গে মুগ্ধ ও বিস্মিত এই বিরল প্রাণীকে দেখতে পেয়ে। দুর্লভ রেড পাণ্ডাকে সংরক্ষণ করতে সহমত সোশ্যাল মিডিয়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 1:24 PM IST