বাজারে আসতে চলেছে নতুন ১০০ টাকার নোট, এটিএম পুনর্বিন্যাসে খরচ প্রায় ১০০ কোটি টাকা
Last Updated:
বাজারে আসতে চলেছে নতুন ১০০ টাকার নোট, এটিএম পুনর্বিন্যাসে খরচ প্রায় ১০০ কোটি টাকা ।
#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন ১০০ টাকার নোটের ছবি প্রকাশ করেছে ।হালকা ল্যাভেন্ডার রঙের এই নোট নকশার দিক থেকেও বেশ আলাদা হতে চলেছে । আর এই নতুন ১০০ টাকাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা ।
Will shortly issue Rs 100 denomination banknotes .This new denomination has motif of “RANI KI VAV” on the reverse, depicting the country’s cultural heritage. The base colour of the note is Lavender. The existing 100 rupee note will continue to be legal tender: RBI pic.twitter.com/68HdtAW9m2
— ANI (@ANI) July 19, 2018
advertisement
advertisement
আর এই বিপুল অর্থব্যয়ের কারণ হল এই নোটের আয়তন। পুরনো ১০০ টাকার নোটগুলির চেয়ে নতুন নোটগুলি আয়তনে অনেকটাই আলাদা । তাই দেশের প্রায় ২.৪ লক্ষ এটিএম মেশিনগুলিকে সেইরকম ভাবে তৈরি করতে হচ্ছে । এরজন্যেই খরচ প্রায় ১০০ কোটি । এটিএম মেশিনগুলি যাতে নতুন ও পুরনো দুটি মাপের নোটই বের করতে পারে তার জন্য 'রিক্যালিব্রেট' অর্থাৎ নোটের ব্যাসের মাপ অনুযায়ী মেশিনগুলির কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে ।
advertisement
এই কাজের জন্য সময় লাগবে প্রায় একবছর । তাই যতদিন মেশিনের কাজ না শেষ হচ্ছে ততদিন পুরনো নোটেই কাজ চালাতে হবে আপনাকে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2018 4:47 PM IST