খুব তো খেলছেন সারাহা, এই অ্যাপ সম্পর্কে এই তথ্য গুলো জানেন ?

Last Updated:

ফেসবুকের তুমুল ঝড় ৷ আর ঝড় এসেছে আরব থেকে ৷ ঝড়ের নাম আজ সবার জানা ‘সারাহা ডট কম’ !

#কলকাতা: ফেসবুকের তুমুল ঝড় ৷ আর ঝড় এসেছে আরব থেকে ৷ ঝড়ের নাম আজ সবার জানা ‘সারাহা ডট কম’ ! সম্প্রতি এই এই ঝড়ে আক্রান্ত গোটা ফেসবুক প্রজন্ম ৷ সকাল, দুপুর, বিকেল, রাত একের পর সারাহা ডট কমের আপডেট ৷ বেনামী চিঠি পেয়ে কেউ আনন্দে হাবুডুবু, তো কেউ ফিরছেন নস্ট্যালজিয়ায় ৷ পুরনো প্রেম থেকে, নতুন প্রেম, বিরহ সব চলছে সারাহাতে ৷ তা এই সারাহা আসলে কী? কোথা থেকেই বা এল উড়ে ৷
১) আরব দেশেই শুরু হয় এই সারাহা কাণ্ড ৷ আর আরবি ভাষায় সারাহা কথার অর্থ ‘সততা’ ৷
২) আরবি ভাষাতেই প্রথম শুরু হয় এই সারাহা ৷ তারপর তুমুল জনপ্রিয়তার জন্য নানা ভাষায় শুরু হয়ে যায় এই সারাহা৷
advertisement
৩) প্রথম সপ্তাহেই প্রায় ২ কোটি মানুষ ব্যবহার শুরু করেন এই অ্যাপের ৷
advertisement
৪) তবে প্রথমে মূলত যুক্তরাষ্ট্রের দেশগুলিতেই এই অ্যাপ ব্যবহার হলেও, পরে অবশ্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই সারাহা৷
৫) সারাহার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর রটে গিয়েছিল এই অ্যাপ নাকি আসলে ফেসবুক প্রোফাইল হ্যাক করার নতুন পদ্ধতি৷ তবে সারাহা থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, এটি একেবারেই গুজব !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খুব তো খেলছেন সারাহা, এই অ্যাপ সম্পর্কে এই তথ্য গুলো জানেন ?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement