আরবিআই-এর হিসেব পেশ, কোথায় গেল কালো টাকা ?

Last Updated:

ব্যর্থ’ মোদির নোট বাতিল ৷ নোট বাতিলে উদ্ধার হয়নি কালো টাকা ৷ বরং অধিকাংশ কালো টাকাই ব্যাঙ্কে জমা পড়েছে ৷

#নয়াদিল্লি: ব্যর্থ’ মোদির নোট বাতিল ৷ নোট বাতিলে উদ্ধার হয়নি কালো টাকা ৷ বরং অধিকাংশ কালো টাকাই ব্যাঙ্কে জমা পড়েছে ৷ বাতিল নোটের ৯৯%-ই ফিরেছে ব্যাঙ্কে ৷
নরেন্দ্র মোদির নোট বাতিল ঐতিহাসিক ভুল? রিজার্ভ ব্যাঙ্কের চাঞ্চল্যকর রিপোর্টেই স্পষ্ট হল, কালো টাকার এককণাও উদ্ধার হয়নি। উল্টে কালো টাকার সিংহভাগই ফেরত এসেছে ব্যাঙ্কে। নোট ছাপানোর খরচও দ্বিগুণ হয়েছে। বহু বছর ধরে সেই ভার বইতে হবে দেশের অর্থনীতিকে। চাপে পড়বেন আম-আদমি। নোট বাতিলের পর প্রচারের ঢক্কানিনাদ কম হয়নি। আরবিআই রিপোর্টের পর এখন মুখ লুকোতে হচ্ছে মোদি সরকারকে।
advertisement
কালো টাকা ফেরত আসেনি
advertisement
১২ লক্ষ কোটি কালো টাকা ফেরত আসবে না বলে আশা
ফেরেনি মাত্র ১৬ হাজার কোটি
৮ হাজার ৯০০ কোটির ১০০০ টাকার নোট জমা পড়েনি
৭ হাজার ১০০ কোটির ৫০০ টাকার নোট ফেরেনি
কেন্দ্রের ক্ষতি প্রায় ৯০ শতাংশ
কালো টাকার কারবারিদের হাতে হেরে ভুত মোদি সরকার। চূড়ান্ত ফ্লপ নোট বাতিল। কালো টাকা উদ্ধার তো হয়ইনি, উলটে অর্থনীতিতে ব্যাঙ্কে ঢুকেছে লক্ষ কোটির কালো টাকা। আরবিআইয়ের বার্ষিক রিপোর্টেই স্পষ্ট হয়ে গেল, নোট বাতিল পর্বে একের পর এক ধাক্কা খেয়েছে সরকার। কালো টাকার টিকিও ছোঁয়া যায়নি
advertisement
-
মোট ১৫.৪৪ লক্ষ কোটির মধ্যে ব্যাঙ্কে জমা পড়েছে ১৫.২৮ লক্ষ কোটি
- অর্থাৎ ফেরত এসেছে প্রায় ৯৯ শতাংশ টাকাই
- সাড়ে ৩ লক্ষ কোটির বেশি অর্থাৎ ২০ শতাংশের বেশি জমা পড়বে না বলে অনুমান করে কেন্দ্র
- আদতে সাদা ও কালো টাকার পুরোটাই জমা পড়েছে ব্যাঙ্কে
- কালো টাকা ব্যাঙ্কে ঢোকায় চাপ অর্থনীতিতে
advertisement
- নতুন নোট ছাপাতে গত অর্থবর্ষে খরচ ৮ হাজার কোটি
- ২০১৫-১৬ সালে এই খাতে খরচ ৩ হাজার ৪২০ কোটি টাকা
- আয় কমায় কেন্দ্র ডিভিডেন্ট বাবদ ৩১ হাজার কোটি টাকা কম দিয়েছে আরবিআই
তাই প্রশ্ন, কালো টাকা কোথায় গেল? নোট পোড়ানো হয়নি। জলে ফেলেও নষ্ট হয়নি। কালো টাকা ফেরত এসেছে ব্যাঙ্কেই। নোট বাতিলের জেরে চাকরি খুইয়েছিলেন বহু মানুষ। ব্যাঙ্কের সামনে দিনভর লাইনে দাঁড়িয়ে কি মিলল?
advertisement
২০১৬ সালের ৮ নভেম্বর রাতেj নোট ঘোষণারই বা কি হল?
একটি প্রত্যাশাও পূরণ হয়নি। নোট বাতিলের পর নিয়ম করে নিয়ম বদলেছিল কেন্দ্র। দাবি করা হয়, কালো টাকার কারবারিদের আটকাতেই পরিকল্পনা করে নিয়ম বদল হচ্ছে। ঘনঘন নিয়ম বদলে কালো টাকা উদ্ধার হয়নি। উলটে বড়সড় সংকটের মুখে পড়েছে ব্যাঙ্কিং শিল্প।
ব্যাঙ্কে বিপুল নগদে সমস্যায় ব্যাঙ্কিং শিল্প
advertisement
অধিকাংশ ব্যাঙ্কই সেভিংস অ্যাকাউন্টে সুদ কমিয়েছে
অর্থনীতিতে কালো টাকা ঢোকায় চাপ মুদ্রাস্ফীতিতে
এর দায় বহন করতে হবে আম-আদমিকে
আরবিআই রিপোর্ট সামনে আসার পরেই সুর চড়িয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। আর্থিক পরিসংখ্যান তো আর মিথ্যে বলে না? তাই মুখ লুকোনোর উপায় খুঁজতে হচ্ছে মোদি সরকারকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আরবিআই-এর হিসেব পেশ, কোথায় গেল কালো টাকা ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement