RBI গভর্নরের ইস্তফা, পদত্যাগ করলেন উর্জিত প্যাটেল

Last Updated:
#নয়াদিল্লি: পদত্যাগ করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন উর্জিত ৷ সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন উর্জিত প্যাটেল ৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর ৷
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজে হস্তক্ষেপ করছিল কেন্দ্র ৷ কেন্দ্রীয় সংস্থায় হস্তক্ষেপ নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল উর্জিত প্যাটেলের ৷ এর পাশাপাশি নোটবন্দি-সহ আরও একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে চলছিল বিরোধ ৷ সেই কারণেই কি ইস্তফা দিলেন উর্জিত ? সেই জল্পনাও জোরাল হচ্ছে ৷
উর্জিত পটেল বিবৃতি দিয়ে জানালেন, ‘On account of personal reasons, I have decided to step down from my current position effective immediately. It has been my privilege and honour to serve in the Reserve Bank of India in various capacities over the years. The support and hard work of RBI staff, officers and management has been the proximate driver of the Bank’s considerable accomplishments in recent years. I take this opportunity to express gratitude to my colleagues and Directors of the RBI Central Board, and wish them all the best for the future. Urjit R. Patel 10th December 2018’
advertisement
advertisement
ওয়াকিবহাল মহলের মত, মনিটরি পলিসির বিষয়ে অর্থ মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে দূরত্ব বাড়ছিল উর্জিতের।
আরবিআইয়ের গভর্নর পদ থেকে উর্জিত প্যাটেলের ইস্তফার আগেই ধস নামল শেয়ার বাজারে ৷  ৭১৩ পয়েন্ট নীচে বন্ধ সেনসেক্স ৷ ২০৫ পয়েন্ট পড়ে যায় নিফটি ৷ গত ৫ মাসে সর্বোচ্চ পতন ৷ উর্জিত প্রভাবে আরও ধস বাজারে ? মঙ্গলবার নতুন করে ধসের সম্ভাবনা ৷ যার জেরে শেয়ার বাজার নিয়ে উদ্বিগ্ন লগ্নিকারীরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
RBI গভর্নরের ইস্তফা, পদত্যাগ করলেন উর্জিত প্যাটেল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement