#নয়াদিল্লি: নিজেদের আচরণের জন্য ক্ষমা চাইলেই আট জন বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহারের কথা বিবেচনা করবে কেন্দ্রীয় সরকার৷ স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ ইতিমধ্যেই বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ জানিয়েছেন, আট জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন বয়কট করবে বিরোধীরা৷
সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে দাঁড়িয়ে এ দিন প্রথমে রাজ্যসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস৷ এর পর তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং বাম দলগুলির সাংসদরাও তাঁদের সঙ্গে যোগ দেন৷ সাসপেন্ড হওয়া আট সাংসদই সোমবার সারা রাত সংসদ ভবনের লনে গান্ধি মূর্তির নীচে বসে প্রতিবাদ দেখান৷
রবিশঙ্কর প্রসাদ এ দিন বলেন, 'রাজ্যসভায় তাঁদের আচরণের জন্য ওই সাংসদরা ক্ষমা চাইলে তবেই আমরা সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করব৷' তিনি আরও বলেন, 'সংসদের পক্ষে অবমাননাকর এই ধরনের আচরণের প্রতিবাদ কংগ্রেস অন্তত করবে বলেই আমরা আশা করেছিলাম৷' রাহুল গান্ধিকে কটাক্ষ করে মন্ত্রী আরও বলেন, 'বিদেশ থেকে একজন একটি ট্যুইট আর সাংসদরা এই ধরনের আচরণ করতে শুরু করে দিলেন! এটা কী ধরনের রাজনীতি?' মা সনিয়া গান্ধির চিকিৎসার জন্য এই মুহূর্তে তাঁর সঙ্গেই বিদেশে রয়েছেন রাহুল৷
কেন্দ্রীয় আইনমন্ত্রী আরও বলেন, 'কংগ্রেসের কোনও সাংসদ টেবিলের উপরে উঠে লাফালাফি করছেন আর কাগজ ছিঁড়ছেন, এমন দৃশ্য আমরা কোনওদিন দেখিনি৷' তিনি আরও দাবি করেন, কৃষি বিলগুলি পাশ করানোর জন্য রবিবার সরকারের কাছে পর্যাপ্ত সংখ্যা ছিল রাজ্যসভায়৷