অনাথ ১০ মাসের কুকুরের জন্য পরিবার খুঁজছেন রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট শিল্পপতির
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#পুণে: তিনি দেশের অন্যতম শিল্পপতি। কিন্তু তা সত্ত্বেও আজও মাটিতে পা রেখেই চলেন রতন টাটা । তা ফের সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিলেন তিনি । এর আগেও একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনাথ এক কুকুরকে পরিবার খুঁজে দিয়েছিলেন তিনি । আবারও পশুপ্রেমী শিল্পপতি ১০ মাসের এক অনাথ ল্যাব্রাডরকে পরিবারে ফেরাতে নেটিজেনদের কাছে আর্জি নিয়ে এলেন ।
রতন টাটা সোশ্যাল মিডিয়ায় এসেছেন সম্প্রতিই। কিন্তু এরই মধ্যে বেশ জনপ্রিয় তিনি । কিছুদিন আগে নিজের যৌবন বয়সের ছবি পোস্ট করেছিলেন তিনি । সেই ছবিগুলি দারুণ ভাইরাল হয়েছিল । এর আগে মীরা নামের একটি কুকুরকে দত্তক নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়ার । এবার ছোট্ট সুরের জন্য পুণেতে একটি সহৃদয় পরিবার খুঁজতে শুরু করেছেন রতন টাটা ।
advertisement
তিনি লিখেছেন, ‘ছোট থেকে বহুবার পরিবার বদলে গিয়েছে সুর নামে ওই কুকুরটির। কিন্তু, এখন তাকে দেখাশোনা করার কেউ নেই। গতবার মাইরার জন্য আপনারা একটি সুন্দর পরিবার খুঁজতে সাহায্য করেছিলেন। এবারও আশা রাখি সেই কাজ করবেন। সুরকে যারা দত্তক নিতে চান অথবা তাকে দত্তক নিতে ইচ্ছুক কোনও পরিবারকে চেনেন, তাহলে আমাকে জানান।’
advertisement
advertisement
একটা ফর্মও ওই পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন টাটা। তাতে উল্লেখ, “রতন টাটা বলছেন বলে, দত্তক নেবেন না। যদি পশুপ্রেমী হন, তবেই দত্তক নেবেন।”
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2020 9:16 AM IST