Ratan Tata News: 'ভারতের মহান পুত্র, আকাশের পরামর্শদাতা', রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক দীপাবলি ডিনারে রতন টাটাকে স্মরণ নীতা আম্বানির

Last Updated:

Ratan Tata News: 'ভারতের মহান পুত্র; আকাশের পরামর্শদাতা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক দীপাবলি ডিনারে রতন টাটাকে স্মরণ করলেন নীতা আম্বানি, কী কী বললেন জানুন বিস্তারিত৷

রতন টাটাকে স্মরণ নীতা আম্বানির
রতন টাটাকে স্মরণ নীতা আম্বানির
নয়াদিল্লি: আইকনিক শিল্পপতি রতন টাটা ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মারা গিয়েছেন৷ মঙ্গলবার ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক দিওয়ালি ডিনার৷ সেখানেই আম্বানি পরিবারের তরফে স্নেহের সঙ্গে স্মরণ করা হয়েছে প্রয়াত রতন টাটাকে।
নীতা আম্বানি, মুকেশ আম্বানি, পরিবারের অন্যান্য সদস্য, রিলায়েন্সের নেতৃত্ব এবং হাজার হাজার কর্মচারী প্রয়াত শিল্পপতিকে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানেই রতন টাটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সবাই৷
advertisement
নীতা আম্বানি তাঁর বক্তব্যে ভূয়ষী প্রশংসায় ভরিয়েছেন রতন টাটাকে৷ টাটার প্রয়াত শিল্পপতিকে তিনি “ভারতের মহান পুত্র” বলে বর্ণনা করেছেন। এটাও উল্লেখ করেছেন, কী ভাবে রতন টাটা আকাশ আম্বানিকে নানা সময় বিভিন্নভাবে গাইড করেছেন৷
advertisement
রতন টাটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে নীতা আম্বানি জানিয়েছেন,  “চার দিন আগে আমরা ভারতের এক মহান সন্তানকে হারালাম। মিস্টার রতন টাটার মৃত্যু আমাদের সকলরে কাছে একটা বিশাল ধাক্কা৷ এই শোক সহজে যাওয়ার মতো বিষয় নয়৷ তিনি আমার শ্বশুর, মুকেশ এবং আমাদের পরিবারের একজন প্রিয় বন্ধু ছিলেন। তিনি আকাশের মেন্টরও ছিলেন। তিনি একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন, যিনি সর্বদা সমাজের মঙ্গলের জন্য, মানুষকে ভালো রাখার চেষ্টা করে গিয়েছেন৷”
advertisement
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যই এদিন রতন টাটার সম্মানে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান৷
advertisement
রতন টাটা, ২৮ ডিসেম্বর, ১৯৩৭ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন, রতন টাটা ট্রাস্ট এবং দোরাবজি টাটা ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন৷ ভারতের দুটি বৃহত্তম বেসরকারি-ক্ষেত্র-উন্নীত জনহিতকর ট্রাস্ট। তিনি ১৯৯১ থেকে ২০১২ সালে অবসর নেওয়া পর্যন্ত টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। তারপর তিনি টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন।
advertisement
রতন টাটা ২০০৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হন।
তার মৃত্যুর পর, টাটা ট্রাস্ট, একটি আনুষ্ঠানিক বিবৃতিতে, গত সপ্তাহে নোয়েল নেভাল টাটাকে তার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Ratan Tata News: 'ভারতের মহান পুত্র, আকাশের পরামর্শদাতা', রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক দীপাবলি ডিনারে রতন টাটাকে স্মরণ নীতা আম্বানির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement