ছেলেকে 'রেপ' অপরাধ? আলোচনায় রাজি নয় সুপ্রিম কোর্ট

Last Updated:

শীর্ষ আদালতে দাখিল করা পিটিশনে দাবি করা হয়েছিল, একটি মেয়েকে যেমন ধর্ষণ করা অপরাধ৷ তেমনই একজন পুরুষ বা ছেলেও যৌন নির্যাতন ধর্ষণ৷ এবং তা অপরাধ হিসেবে গণ্য করা হোক৷ শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর সময় এই মুহূর্তে আসেনি৷

ছবিটি প্রতীকী ও সংগৃহীত
ছবিটি প্রতীকী ও সংগৃহীত
#নয়াদিল্লি: কোনও ছেলেকে যৌন নির্যাতনকে কি ধর্ষণ বলা যাবে? এই মর্মেই একটি পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে৷ আবেদনটি নিয়ে আলোচনা দূর, পত্রপাঠ খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত৷ ধর্ষণকে জেন্ডার-নিউট্রাল অপরাধ হিসেবে চিহ্নিত করতে রাজি নয় সুপ্রিম কোর্ট৷
শীর্ষ আদালতে দাখিল করা পিটিশনে দাবি করা হয়েছিল, একটি মেয়েকে যেমন ধর্ষণ করা অপরাধ৷ তেমনই একজন পুরুষ বা ছেলেও যৌন নির্যাতন ধর্ষণ৷ এবং তা অপরাধ হিসেবে গণ্য করা হোক৷ শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর সময় এই মুহূর্তে আসেনি৷
এরপরই দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে বেঞ্চ এই পিটিশন খারিজ করে দেয়৷ একই সঙ্গে শীর্ষ আদালত জানায়, এই বিষয়টি সংসদের বিচারাধীন বিষয়৷ কোনও একটি কাজকে অপরাধ হিসেবে চিহ্নিত করা এবং তার শাস্তির জন্য আইনপ্রণোয়ন সংসদীয় বিষয়৷ এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কিছু করার নেই৷
advertisement
আরও ভিডিও: নিজের মেয়েকে ধর্ষণ করার অপরাধে অভিযুক্তকে জনতার গণপিটুনি, দেখুন ভিডিও
প্রধানবিচারপতির বেঞ্চ আরও জানায়, এই আবেদনটিকে খারিজ করা মানে এই নয় যে, আবেদনটির কোনও সারবত্তা নেই৷ ভবিষ্যতে আলোচনা হতেই পারে৷ আবেদনে শুধু পুরুষ নয়, রূপান্তকামীদের যৌন নির্যাতনকে ধর্ষণ আখ্যা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল৷
আরও ভিডিও: ভাইজাগের ফুটপাথে প্রকাশ্যে চলছে ধর্ষণ, দেখুন
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ছেলেকে 'রেপ' অপরাধ? আলোচনায় রাজি নয় সুপ্রিম কোর্ট
Next Article
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE