হোম /খবর /দেশ /
উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের

উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের

সিবিআইকে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তারপর আজ চার্জ আনা হল মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: উত্তরপ্রদেশ থেকে স্থানান্তরিত করা হয়েছিল উন্নাও ধর্ষণ মামলা । সিবিআইকে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তারপর আজ চার্জ আনা হল মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ।

    দিল্লির তিস হাজারি আদালতে সেঙ্গারের বিরুদ্ধে চার্জ দায়ের করা হয়েছে । পকসো (POCSO) আইনে ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করা হয়েছে সেঙ্গারের বিরুদ্ধে ।

    ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়ে নয়াদিল্লির AIIMS এ চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা । গুরুতর আহত হয়েছেন তাঁর আইনজীবীও ।

    First published:

    Tags: Kuldeep Sengar, POCSO Act, Rape, Unnao Rape Case