মোদির নেতৃত্ব নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রামদেব

Last Updated:
#মুম্বই: সেমিফাইনালে হার বিজেপির ৷ কিন্তু কেন এই হার ৷ সেই নিয়ে উঠে আসছে একের পর এক তথ্য ৷ কারওর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রণকৌশলে ত্রুটি ছিল কিংবা দলের শীর্ষ নেতাদের মধ্যে ছিল মতের অমিল ৷ তবে, তা নিয়ে মাথা ঘামাতে নারাজ যোগগুরু বাবা রামদেব ৷ গেরুয়া শিবির পাঁচ রাজ্যে হারলেও নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ রামদেব ৷
মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থান ৷ এই তিন রাজ্যই হাতছাড়া বিজেপির ৷ এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে রামদেব বলেন, ‘পাঁচ রাজ্যে বিজেপির হার নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাইনা ৷ কারণ তাতে বিতর্ক তৈরি হবে ৷ ভোটব্যাঙ্ক রাজনীতি নিয়ে খুব একটা মাথাব্যাথা ছিল না মোদির ৷ মোদির নেতৃত্ব, রাজনৈতিক রণকৌশল কিংবা পরিকল্পনা নিয়ে কারোওর কোনও অভিযোগ থাকতে পারেনা ৷ দেশের উন্নয়নের স্বার্থে ১০০-টির বেশী প্রকল্পের সূচনা করেছেন মোদি ৷ ভোট-ব্যাঙ্ক রাজনীতি নিয়ে কোনওদিনই সেভাবে মাথা ঘামাননি তিনি ৷’
advertisement
মোদির নোটবন্দি পদক্ষেপ নিয়েও যথেষ্ট খুশি রামদেব ৷ তিনি বলেন, ‘এখন সব টাকাই সমান ৷ নোটবন্দির ফলে যেসমস্ত কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেটি কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা উচিত ৷’
advertisement
ভারতকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবেও তৈরি করা যেতে পারে ৷ যদি ম্যানুফ্যাকচারিং হাবগুলিতে প্রয়োজনীয় বিষয়গুলি সাশ্রয়ী মূল্যের হারে প্রদান করা যায় ৷ কারণ দেশের বেশ কিছু শিল্প অর্থনৈতিক সংকটে ধুঁকছে ৷ তাদেরকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় ৷ তাহলেই দেশ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকধাপ এগিয়ে যাবে ৷  এমনটাই দাবি রামদেবের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির নেতৃত্ব নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রামদেব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement