তাজমহল নয়, গীতা-রামায়ণ দেওয়া হোক বিদেশিদের, পরামর্শ যোগীর !

Last Updated:

গোটা বিশ্বের সামনে ভারতীয় সংস্কৃতিতে তুলে ধরতে এবার নতুন পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

#লখনউ: গোটা বিশ্বের সামনে ভারতীয় সংস্কৃতিতে তুলে ধরতে এবার নতুন পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ যোগীর কথায়, তাজমহল বা কোনও মিনারের প্রতিকৃতি নয়, বিশ্ববাসীর সামনে ভারতীয় সংস্কৃতি তুলে ধরতে বিদেশিদের ভগবত গীতা বা রামায়ণের মতো মহাকাব্য উপহার দেওয়া উচিত।
ভারতের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে বিদেশিদের কাছে সর্বদাই প্রিয় আগ্রার তাজমহল ৷ এমনকী, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যেও রয়েছে এই তাজমহল ৷ আর তাই শুধু সাধারণ বিদেশিরা নয়, বহু জনপ্রিয় মানুষ তা মার্কিন প্রেসিডেন্ট হন বা হলিউডের তাবড় অভিনেতা, ইংল্যান্ডের রাজপরিবার ৷ সবাই একবার না একবার তাজমহলে এসেছেন ৷ আর বিদেশিদের বেশিরভাগ সময়ই মেমেন্টো হিসেবে দেওয়া হয়ে থাকে তাজমহল ৷ এই নিয়মকে বদলানোর পরামর্শ দিয়েছেন যোগী ৷
advertisement
মোদি সরকারের তৃতীয় বর্ষের উদযাপেন বিহারের এক জনসভায় উপস্থিত হয়েছিলেন যোগী৷ এই জনসভায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে অথবা বিদেশের কোনও রাষ্ট্রপতি এ দেশে এলে মেমেন্টো হিসেবে তাঁকে দেওয়া হচ্ছে ভগবত গীতা। এ দেশে প্রথমবার এমনটা হচ্ছে। আগামী দিনেও হবে। কারণ তাজমহল অথবা কোনও মিনার ভারতের সংস্কৃতি সম্বন্ধে কোনও ধারণা তৈরি করতে পারে না। কিন্তু কোনও বিদেশি অতিথিকে রামায়ণ উপহার দিলে তিনি বিহারের ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
তাজমহল নয়, গীতা-রামায়ণ দেওয়া হোক বিদেশিদের, পরামর্শ যোগীর !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement