Death News: রাজনীতির জগতে দুঃসংবাদ! প্রয়াত অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ভাই
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। টিডিপির নেতারাও পাঠিয়েছেন শোকবার্তা।
অমরাবতী: প্রয়াত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর ভাই এন রামামূর্তি। দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর শ্বাসজনিত এবং কার্ডিও সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়, কিন্তু শেষ রক্ষা হল না।
রামামূর্তি নাইডু ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অন্ধ্র প্রদেশের চন্দ্রগিরি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন।, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর অসুস্থতার খবরে রাজনীতির জগতে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল সূত্রে খবর, রামামূর্তি নাইডু তিন দিন আগে গুরুতর শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তাঁকে অত্যাধুনিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছে।
advertisement
advertisement
তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। টিডিপির নেতারাও পাঠিয়েছেন শোকবার্তা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 17, 2024 12:36 PM IST