#নয়াদিল্লি:
এতদিনে ভারতীয় জনতা পার্টির ষোল কলা পূর্ণ হল! গেরুয়া শিবিরে যোগ দিলেন 'রাম'। ১৯৮৭ সালে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা টিভি সিরিয়াল রামায়ণে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করা অরুণ গোভিল বিজেপির পতাকা হাতে তুলে নিলেন এদিন। দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পর্দার রামকে দলে নেওয়া কি ভারতের রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি করছে!উত্তরপ্রদেশের মেরাঠে জন্ম অরুণ গোভিলের। শাহজাহানপুরে কলেজ। এরপর মেরাঠ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। তার পরই অভিনয় জগতে পা রাখেন তিনি। পর্দার রাম এক সময় জানিয়েছিলেন, তিনি রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করার জন্য অডিশন দিয়েছিলেন। তবে শুরুতে তাঁকে সুযোগ দেননি রামানন্দ সাগর। পরে নির্মাতারা নিজেরাই তাঁর কাছে আসেন এবং তাঁকে রামের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। তবে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করে তিনি বলিউডে তেমন কাজ পাননি বলেও আফসোস করেছিলেন। এদিন অরুণ গোভিল বিজেপিতে যোগ দিয়ে বলেছেন, ''একটা সময় ছিল যখন আমার রাজনীতিতে কোনও ইন্টারেস্ট ছিল না। তবে বিজেপি আসার পরে দেশে রাজনৈতিক ছবিটা বদলেছে। এখন সমাজের বিভিন্ন স্তরের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রাজনীতিতে আসছেন। তাই আমারও রাজনীতির উপর বিশ্বাস ফিরেছে। দল যেমন দায়িত্ব দেবে তেমন পালন করার চেষ্টা করব।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhartiya Janata Party, Ramayan, West Bengal Assembly Election 2021