দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, গণনায় পেরিয়ে গেলেন ম্যাজিক ফিগার

Last Updated:

দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, গণনায় পেরিয়ে গেলেন ম্যাজিক ফিগার

#নয়াদিল্লি: প্রত্যাশা মতোই রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী NDA প্রার্থী রামনাথ কোবিন্দ ৷ ৬৫.৬৬ শতাংশ ভোট পেয়ে দেশের ১৪ তম রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ ৷ তাঁর বিপক্ষে মাত্র ৩৫.৩৩ শতাংশ ভোট পেয়েছেন বিরোধীদের প্রার্থী মীরা কুমার ৷
রাইসিনা হিলে দেশের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হিসেবে প্রবেশ করবেন রামনাথ কোবিন্দ ৷  ৭,০২,০৪৪ ভোট পেয়েছেন রামনাথ ৷ তাঁর মোকাবিলায় ৩,৬৭,৩১৪ ভোট পেয়েছেন বিরোধীদের প্রার্থী মীরা ৷ রামনাথ পেয়েছেন ৫২২ সাংসদের ভোট ও মীরা পেয়েছেন ২২৫ সাংসদের ভোট ৷ ২৯৩০ সাংসদ-বিধায়কের সমর্থন কোবিন্দকে ৷ ১৮৪৪ সাংসদ-বিধায়কের সমর্থন গিয়েছে মীরা কুমারের দিকে ৷ বাতিল ৬৭ সাংসদ-বিধায়কের ভোট ৷এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই বাতিল ১০টি বিধায়ক ভোট ৷
advertisement
20182834_1788680141146326_1748580765_n
advertisement
আশঙ্কা মতোই রাষ্ট্রপতি নির্বাচনে হয়েছে ক্রস ভোটিং ৷ গুজরাত, অসম, গোয়া, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে হয়েছে ক্রস ভোটিং ৷ সব ক্ষেত্রেই রামনাথের পক্ষে গিয়েছে সমস্ত ক্রস ভোট ৷ পশ্চিমবঙ্গ থেকে ১১ জন বিধায়কের ভোট পড়েছে কোবিন্দের পক্ষে ৷ সেখানে মাত্র ৫টি ভোট পাওয়ার কথা ছিল নয়া প্রেসিডেন্টের ৷
advertisement
a678dbebc9205ab2eb3539c013f59599
২৫ জুন শপথ নেবেন ভারতের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এর আগে বিহারের রাজ্যপাল পদে ছিলেন কোবিন্দ ৷ পেশায় আইনজীবী কোবিন্দ ১৯৯৪ থেকে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ৷ ২০০৬ মার্চ অবধি দীর্ঘ ১২ বছর তিনি সাংসদ পদ সামলেছেন ৷ এদিন জয়ের পর  রামনাথের প্রতিক্রিয়া-‘এই দায়িত্ব উপহারের মতো ৷ সংবিধানের মর্যাদা রক্ষা কর্তব্য ৷ ধর্মনিরপেক্ষ ভাবে লড়াই করব ৷ কাজ করব নিপীড়িত ও প্রান্তিকদের জন্য ৷ সকলকে অনেক ধন্যবাদ ৷’
advertisement
4ec18cd1d13ab1fcb8e8bf2e22379df6
কানপুরের দেহাতে ১৯৪৫ সালে ১ অক্টোবর জন্ম হয় রামনাথ কোবিন্দের ৷ কর্মাস নিয়ে স্নাতক স্তরের পড়াশুনা শেষ করার পর কানপুর বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পাশ করেন ৷ ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দিল্লি হাইকোর্টে এবং ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সু্প্রিম কোর্টে কেন্দ্র সরকারের কৌঁসুলি হিসেবে কাজ করেছেন ৷
advertisement
ca4e27558a7d136160f2c2b410ff5121
রামনাথ কোবিন্দ ১৯৭৪ সালে সবিতা কোবিন্দকে বিয়ে করেন ৷ তাদের এক পুত্র ও এক কন্যা রয়েছে ৷
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে শুভেচ্ছা জানিয়েছেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, গণনায় পেরিয়ে গেলেন ম্যাজিক ফিগার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement