Ram Mandir Ayodhya: বিতরণ করা হবে এক লক্ষ ছোট লাড্ডু! রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বড় চমক, পাঠানো হবে দক্ষিণের এই মন্দির থেকে

Last Updated:

অযোধ‍্যায় মিনি লাড্ডু বা ছোট লাড্ডু পাঠান হবে।


বিতরণ করা হবে এক লক্ষ ছোট লাড্ডু! রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বড় চমক, পাঠানো হবে দক্ষিণের এই মন্দির থেকে
বিতরণ করা হবে এক লক্ষ ছোট লাড্ডু! রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বড় চমক, পাঠানো হবে দক্ষিণের এই মন্দির থেকে
তিরুপতি: ২২ জানুয়ারি রামমন্দিরের অভিষেক অনুষ্ঠান। দেশের নামজাদা তারকাদের সমাবেশ হতে চলেছে এই অনুষ্ঠানে। এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ‍্যেই এক লাখ ছোট লাড্ডু পাঠানোর সিদ্ধান্ত নিল তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি)।
উত্তরপ্রদেশের অযোধ‍্যার ওই শুভদিনে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তদের মধ‍্যে বিতরণ করা হবে লাড্ডু।
advertisement
advertisement
TTD-এর এক্সিকিউটিভ অফিসার ধর্ম রেড্ডি সম্প্রতি ডায়াল ইও প্রোগ্রামে ছোট্ট লাড্ডু বিতরণের সিদ্ধান্তের কথা জানালেন। সাধারণভাবে, তিরুমালা পাহাড়ের মন্দিরে ভক্তদের সরবরাহ করা হয় এই বিশেষ লাড্ডু। তিরুপতি মন্দিরে দর্শনার্থীদের দেওয়া হয় এই লাড্ডু। ওজন হয় ১৭৬ গ্রাম থেকে ২০০ গ্রামের মধ্যে।
তবে অযোধ‍্যায় মিনি লাড্ডু বা ছোট লাড্ডু পাঠান হবে। এর ওজন হবে ২৫ গ্রাম। বিশেষ মিনি লাড্ডু তৈরি করা হবে পোতুতে (পবিত্র প্রসাদ প্রস্তুত করার জন্য তিরমুলার রান্নাঘর) শিরনে।
advertisement
টিটিডির এক্সিকিউটিভ অফিসার ধর্মা রেড্ডি আরও জানালেন, ‘‘আমরা ২২ জানুয়ারী অযোধ্যায় অনুষ্ঠানে যোগদানকারী ভক্তদের মধ্যে বিতরণ করার জন্য এক লক্ষ বিশেষ লাড্ডু প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছি। এই লাড্ডু তৈরির কাজ শেষ হলে আমরা তাদের ভগবান শ্রী রামের পবিত্র জন্মস্থানে পাঠাব। অযোধ্যায় ভগবান বালাজির পবিত্র প্রসাদ পাঠানো হবে। এই বিরাট অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমরা গর্বিত।’’
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir Ayodhya: বিতরণ করা হবে এক লক্ষ ছোট লাড্ডু! রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বড় চমক, পাঠানো হবে দক্ষিণের এই মন্দির থেকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement