Raksha Bandhan 2023: কোনওদিন ফেলা যাবে না এই রাখি, দাম ১০ থেকে ৬০ হাজার টাকা একটা! কেন এমন দাম জানলে অবাক হবেন
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Raksha Bandhan 2023: এর সৌন্দর্য এমনই যে ভাইদের এই রাখি উপহার দিলে তাঁরা সারাজীবন তা হাতে রেখে দেবেন।
বারাণসী: আগামী পূর্ণিমা তিথিতে সারা দেশ জুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হবে। ভাই ও বোনের মধ্যে ভালবাসার বন্ধনকে শ্রদ্ধা জানিয়ে আমাদের দেশে রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই উৎসবে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাঁদের দীর্ঘ জীবনের জন্য কামনা করেন। এর বিনিময়ে ভাইয়েরা বোনেদের আশীর্বাদ এবং ভালবাসা, সঙ্গে নানা উপহার দেন।
প্রত্যেক বছরেই রাখি বন্ধন উৎসবকে মাথায় রেখে রাখি প্রস্তুতকারীরা নানা ডিজাইনের রাখি তৈরি করেন। এবারের উৎসবও ব্যতিক্রম নয়, বাজারে ভাইদের জন্য বিশেষ রাখি পাওয়া যাচ্ছে। এই বিশেষ রাখির দাম প্রায় ৬০ হাজার টাকা। এর সৌন্দর্য এমনই যে ভাইদের এই রাখি উপহার দিলে তাঁরা সারাজীবন তা হাতে রেখে দেবেন।
advertisement
আরও পড়ুন: এ বছর ঠিক কোন সময়ে রাখি বাঁধলে ভাইয়ের জীবন ভরবে সুখ-সমৃদ্ধি-অর্থে? জানুন
আসলে এই অনবদ্য কারুকার্যময় রাখিগুলি সোনা দিয়ে তৈরি। বারাণসীর থাথেরি বাজারে অবস্থিত নীতিন জুয়েলার্স রাখি বন্ধনে বাজারে এই বিশেষ রাখি লঞ্চ করেছে। বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে। ১৮ ক্যারাট থেকে ২২ ক্যারাটের সোনা দিয়ে খচিত এই রাখি আজকাল অনেকেই পছন্দ করছেন। বারাণসী ছাড়াও বিহার ও পূর্বাচলের অন্যান্য জেলাতেও এই রাখির ব্যাপক চাহিদা রয়েছে।
advertisement
আরও পড়ুন: হলুদ অথচ কালো! কোলেস্টেরলের যম এই কালো হলুদ, কমবে হু হু করে
নীতিন জুয়েলার্সের মালিক নীতিন আগরওয়াল জানান, এই বিশেষ রাখিগুলি তাঁরা এবারের রাখি বন্ধন উৎসবকে মাথায় রেখে লঞ্চ করেছেন। এর মধ্যে রুদ্রাক্ষ রাখি ছাড়াও আরও অনেক ডিজাইনের রাখি রয়েছে। ২ গ্রাম থেকে ১০ গ্রাম সোনার এসব রাখির দাম ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও কারিগররা ১৮ থেকে ২২ ক্যারাট সোনা দিয়ে নানান ডিজাইনের রাখি তৈরি করেছেন।
advertisement
কারুকার্যময় এই রাখির চাহিদা দেখে এখন অনেক কারিগররাই এই ধরনের রাখি বাজারে আনতে চাইছেন। সারা দেশেই এই চাহিদা বাড়ছে। ভাইদের দীর্ঘজীবনের জন্য প্রার্থনা করে তাঁদের হাতে এই সোনার রাখি তুলে দেবেন- এমন পরিকল্পনা করেছেন অনেকে। অবশ্য সোনার রাখি যাঁরা কিনতে পারছেন না, তাঁদের জন্যেও বিকল্প ব্যবস্থা করেছেন কারিগররা। এসব সোনার রাখি ছাড়াও বিশেষ ডিজাইনের নানা রুপোর রাখিও মিলছে বাজারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 3:11 PM IST