#নয়াদিল্লি: শুক্রবার ১৮টি রাজ্যসভা আসনে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। সকাল থেকে দেশের আটটি রাজ্যের এই ভোটগ্রহণে বেশ কয়েকটি আসনে নজর ছিল গোটা দেশের ৷ হাত ও পদ্মের সম্মুখ সমর চলে এই আসনগুলিতে ৷ যেমন মধ্যপ্রদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এই রাজ্যে নজর ছিল সকলের ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে পদ্মের বাজিমাত পদ্মের ৷ দুই আসনে জয়ী বিজেপি ৷ জিতলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সুমের সিং সোলাঙ্কি ৷ কংগ্রেসের তরফে জয় পেলেন দিগ্বিজয় সিং ৷
রাজ্যসভার ১৯ আসনের মধ্যে ১৪ আসনে ফলাফল প্রকাশিত ৷ একনজরে দেখে নেওয়া যাক কে জয় পেল কোথায়-
রাজস্থান- ২ আসনে জয়ী কংগ্রেস,১টি আসনে জয় বিজেপির
মধ্যপ্রদেশ- বিজেপি ২ আসনে জয়ী, কংগ্রেস ১ আসনে জয়ী
অন্ধ্রপ্রদেশ- ৪টি আসনেই জয়ী YSRCP
মেঘালয়- এনপিপি-১
মণিপুর-বিজেপি-১
মিজোরামের একমাত্র আসন জিতল মিজো ন্যাশনাল ফ্রন্ট
ঝাড়খণ্ড- এরাজ্যের দু’টি আসনের মধ্যে একটিতে জিতেছেন জেএমএম সুপ্রিমো শিবু সোরেন এবং অন্যটিতে বিজেপির রাজ্য সভাপতি দীপক প্রকাশ।
কর্ণাটক- এখানে ২ আসনে জয়ী বিজেপি ৷ কংগ্রেস ও জেডিইউ পেয়েছে একটি করে আসন ৷
অন্যদিকে, গুজরাতের চারটি আসনে ভোটগণনায় সমস্যা দেখা দেয়। নির্বাচন কমিশনের কাছে কংগ্রেসের তরফে দুই বিধায়কের ভোট বাতিলের দাবি করা হয়। কংগ্রেস দাবি করে, বিধায়ক কেশরিসিন সোলাঙ্কি এবং মন্ত্রী ভূপেন্দ্রসিন চুড়াসামার ভোট বাতিল করতে হবে।
রাজ্যসভা ভোট ঘিরে গত কয়েক দিন ধরেই চলছে বিধায়ক কেনাবেচার অভিযোগ, সঙ্গে বিধায়কদের ইস্তফা-সহ একাধিক নাটকীয় ঘটনা । রাজ্যসভার ৫৫টি আসনের ভোট হওয়ার কথা ছিল মার্চের ২৬ তারিখ৷ তবে করোনার কারণে তা সম্ভব হয়নি৷ পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩৭আসনে প্রার্থী নির্বাচিত হয়ে গিয়েছেন ৷ এদিন ভোটগ্রহণ হয় ১৯ আসনে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2020, Rajya Sabha Elections, Rajya Sabha Elections 2020, Rajya Sabha Results