সার্জিক্যাল স্ট্রাইক যে আবার হবে না, তার গ্যারান্টি দিতে পারছি না: রাজনাথ সিং

Last Updated:

মোদি সরকারের গৃহমন্ত্রী রাজনাথ সিং জানালেন, ‘ভারত এটা গ্যারান্টি দিতে পারছে না যে পাকিস্থান অধিকৃত এলাকায় ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে না ৷’

#নয়াদিল্লি: মোদি সরকারের গৃহমন্ত্রী রাজনাথ সিং জানালেন, ‘ভারত এটা গ্যারান্টি দিতে পারছে না যে পাকিস্থান অধিকৃত এলাকায় ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে না ৷’
নেটওয়ার্ক ১৮-এর চিফ এডিটর রাহুল জোশিকে দেওয়া এক্সক্লুজিভ ইন্টারভিউতে পাকিস্তানকে কটাক্ষ করে রাজনাথ সিং জানালেন, ‘প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে আমরা শান্তিপূর্ণ সম্পর্ক চাই ৷ তার সঙ্গে সঙ্গে সীমান্তে থাকা সেনাদের সুরক্ষাকে গুরুত্ব দিতে চাই ৷ ’
সাক্ষাৎকারে রাজনাথ সিং আরও বলেন, ‘পাকিস্তান আমাদের প্রতিবেশি রাষ্ট্র ৷ যদি সার্জিক্যাল স্ট্রাইকে ভালো ফল দেখতে পাই তাহলে এধরণের পদক্ষেপ আর নেওয়া হবে না ৷ কিন্তু যদি আমাদের ফের কোনও জঙ্গি হামলা হয়, তাহলে তো কড়া পদক্ষেপ নিতেই হবে ৷’
advertisement
advertisement
সার্জিক্যাল স্ট্রাইকের পর এই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাজনাথ সিং ৷ এই সাক্ষাৎকারে দেশের রাজনীতি নিয়ে বহু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাজনাথ সিং ৷ পুরো ইন্টারভিউটা দেখা জন্য চোখ রাখতে হবে নিউজ১৮-এর পর্দায় ৷ শুক্রবার রাত ১০টা ৷
এই সাক্ষাৎকারে পাকিস্তানে গৃহবন্দি মুম্বই হামলার প্রধান কুচক্রী হাফিজ সইদের কথাও উল্লেখ করেন ৷ রাজনাথ সিংয়ের কথায়, পাকিস্তান সরকার আতঙ্কবাদী হামলা নিয়ে কঠোর পদক্ষেপ নিলে হাফিজ সইদের ওপর আইনি ব্যবস্থা নেবে ৷ আর ওকে কারাদন্ড দেওয়া উচিত ৷
advertisement
উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে বলতে গিয়ে এই সাক্ষাৎকারে হফিজ সইদ জানান, ‘সপা-কংগ্রেসের বিপক্ষেই লড়বে বিজেপি ৷ উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপি-রই জয় হবে ৷’ সঙ্গে তিনি জানালেন, ‘আমি এখন গৃহমন্ত্রী ৷ উত্তরপ্রদেশের নির্বাচনে মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে আমি নেই !’
বাংলা খবর/ খবর/দেশ/
সার্জিক্যাল স্ট্রাইক যে আবার হবে না, তার গ্যারান্টি দিতে পারছি না: রাজনাথ সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement