West Bengal Election Results 2021 : বঙ্গে ঐতিহাসিক জয়ে তৃণমূল! 'মমতাদিদিকে' অভিনন্দন রাজনাথ-নির্মলার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বিপুল আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ৷
টুইটে রাজনাথ ((Rajnath Singh) লিখেছেন, "পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের জন্য় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-দিদিকে অভিনন্দন ৷ তাঁর আগামী মেয়াদের জন্য আমার শুভেচ্ছা রইল ৷"
Congratulations to the Chief Minister of West Bengal, @MamataOfficial Didi on her party’s victory in West Bengal assembly elections. My best wishes to her for her next tenure.
— Rajnath Singh (@rajnathsingh) May 2, 2021
advertisement
advertisement
নির্মলা সীতারামনও (Nirmala Sitaraman) একটি শুভেচ্ছা বার্তা দিয়ে লিখেছেন, "জয়ের জন্য অভিনন্দন ৷ আপনার আগামী সরকারের মেয়াদের জন্য শুভেচ্ছা রইল ৷"
Congratulations @MamataOfficial didi on @AITCofficial being elected again in the Assembly election. Good wishes for your next tenure.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 2, 2021
advertisement
প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো নিজে নন্দীগ্রামে শেষ হাসি না হাসলেও গোটা বাংলায় ২০১৬ বিধানসভা নির্বাচনের হাওয়া উদ্ধার করতে সক্ষম হয়েছে তৃণমূল শিবির। লোকসভার ত্রাস বিধানসভায় উড়িয়ে দিল শাসক দল। উত্তরবঙ্গ তো বটেই, গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিজেপির যে উত্থান হয়েছিল, তা বাংলার বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) সুদে-আসলে পুষিয়ে নিল তৃণমূল।
advertisement
এখনও পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশ না হলেও কলকাতা সহ হুগলি, হাওড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর সহ জঙ্গলমহলেও বিরাট জয় ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল। আর দক্ষিণবঙ্গের কাঁধে ভর করেই ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা তৃণমূলের। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলছিল গণনার কাজ। ২৯৪ টি বিধানসভার আসন থাকলেও ভোট গণনা ছিল ২৯২টি আসনে।
advertisement
শুরুতে দেখা গেছিল সমানে সমানে লড়াই করছে দুই যুযুধান শিবির তৃণমূল ও বিজেপি। কিন্তু দিন যত গড়িয়েছে ততই হাসি চওড়া হয়েছে শাসক দলের। গেরুয়া হাওয়াকে ফিকে করে বেশিরভাগ আসনেই এগিয়ে যেতে থাকে তৃণমূল। এমনকি দিনশেষে নন্দীগ্রামেও একসময়ের সতীর্থ আর আজকের প্রবল প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছ থেকে জয় ছিনিয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় স্পষ্ট বার্তা দিয়েছে ইভিএম। তৃতীয়বারের জন্য ২০২১ এ সরকার গঠন করবে শাসক দল তৃণমূলই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2021 9:04 PM IST