Rajnath Singh on Rahul Gandhi: 'হাইড্রোজেন বোমার কথা বলছেন, পটকাও ফাটাতে পারেন না!' রাহুলকে কটাক্ষ রাজনাথের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোটে রাহুল গান্ধি ভোট চুরির যে অভিযোগ করেছেন, তা মানতে চাননি রাজনাথ সিং৷
এসআইআর-এর নামে ভোট চুরির অথবা বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে অভিযোগ বিরোধীরা তুলছে, তা নস্যাৎ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি৷
বিহারে ভোটের প্রচার পর্বে মহাজোটের দুই নেতা কংগ্রেসের রাহুল গান্ধি এবং আরজেডি-র তেজস্বী যাদব এসআইআর-এ ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন৷ রাজনাথ সিংয়ের পাল্টা প্রশ্ন, ‘এই অভিযোগের সমর্থনে ওঁরা একটিও জোরাল প্রমাণ সামনে আনতে পারেননি৷ নির্বাচন কমিশন তো বার বার বলেছে, অভিযোগ থাকলে সামনে আনুন, আমরা অভিযোগের তদন্ত করতে তৈরি৷ কিন্তু সেই একই অভিযোগ নিয়ে ওঁরা কখনও হাইড্রোজেন বোমা কখনও এটম বোমা ফাটানোর দাবি করছেন৷ আসলে ওঁরা ছোট পটকাও ফাটাতেও ব্যর্থ৷’
advertisement
হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোটে রাহুল গান্ধি ভোট চুরির যে অভিযোগ করেছেন, তাও মানতে চাননি রাজনাথ সিং৷ তিনি বলেন, ‘এই অভিযোগ তুলে উনি পদযাত্রাও করেছিলেন৷ কিন্তু কোনও ফল হয়নি৷ যে সমস্ত ভোটের ফল বেরিয়ে গিয়েছে, এখন উনি সেসব নিয়ে চর্চা করছেন৷ মানুষকে বোকা বানিয়য়ে বেশি দিন রাজনীতি করা যায় না৷’
advertisement
advertisement
শুধু রাহুল গান্ধি নয়, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে-এর এম কে স্ট্যালিনরাও নিজেদের রাজ্যে এসআইআর-এ বিরোধিতা করেছেন৷ রাজনাথ সিং-এর দাবি, এ ভাবে বিরোধিতা করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অনাস্থা প্রকাশ করছেন বিরোধী শিবিরের এই নেতা, নেত্রীরা৷
রাজনাথ সিং-এর বলেন, ‘আমি ওনাদের প্রশ্ন করতে চাই, যে অনুপ্রবেশকারীদের নাম বিহারের ভোটার তালিকায় ছিল, তাদের নামই বাদ গিয়েছে৷ বিহারের অনেক বাসিন্দা আছেন যাঁরা জীবিকার খোঁজে পাকাপাকি ভাবে অন্যত্র চলে গিয়েছেন অথবা মৃত্যু হয়েছে, তাঁদের নামও তালিকায় থাকবে না৷’
advertisement
বুধবার বিস্ফোরক অভিযোগ তুলে রাহুল গান্ধি বলেন, হরিয়ানায় শেষ বিধানসভা নির্বাচনে অন্তত ২৫ লক্ষ ভুয়ো ভোট পড়েছে৷ হরিয়ানার মোট ভোটার সংখ্যাই প্রায় ২ কোটি৷ রাহুলের অভিযোগ, প্রতি আটটির মধ্যে একটি ভোটই ভুয়ো৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2025 9:27 PM IST

