#প্যারিস: দশমী অর্থাৎ দশেরাতেই ভারতের অস্ত্র ভান্ডারে সামিল হতে চলেছে রাফাল জেট ৷ ফ্রান্সের কাছ থেকে প্রথম রাফাল জেটটি নিতে সোমবার রাতেই প্যারিসে পৌঁছে গিয়েতেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সঙ্গে রয়েছেন বায়ুসেনার উচ্চপদস্থ অফিসাররা ৷ বিমান হস্তান্তর পর্বের আগে রাষ্ট্রপতি ইম্যানুয়েল মাকঁরের সঙ্গে বৈঠকও করবেন রাজনাথ ৷
আজ দশেরার দিনে যোদ্ধারা তাদের অস্ত্র পুজো করেন ৷ এমন পুণ্যলগ্নে রাফাল জেটের মতো শক্তিশালী অস্ত্র হাতে আসতে চলেছে বায়ুসেনার ৷ তাই সেই রীতি মেনে বিদেশের মাটিতেই শস্ত্র পুজো করবেন রাজনাথ সিং ৷ তারপরই প্রতিরক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে আকাশে উড়বে রাফাল ৷ উল্লেখ্য, এই প্রথম নয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় এই দিনে প্রতিবছর অস্ত্র পুজো করতেন রাজনাথ ৷Bonjour Paris!
— Rajnath Singh (@rajnathsingh) October 7, 2019
Delighted to be in France. This great nation is India’s important strategic partner and our special relationship goes far beyond the realm of formal ties.
My visit to France is aimed at expanding the existing strategic partnership between both the countries.
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dussera, France, Paris, Rafale Deal, Rafale jet, Rajnath Singh