হোম /খবর /দেশ /
ভারতের প্রথম রাফাল জেট নিতে ফ্রান্সে রাজনাথ, প্যারিসেই হবে জেটের পুজো

ভারতের প্রথম রাফাল জেট নিতে ফ্রান্সে রাজনাথ, প্যারিসেই হবে জেটের পুজো

দশমী অর্থাৎ দশেরাতেই ভারতের অস্ত্র ভান্ডারে সামিল হতে চলেছে রাফাল জেট ৷

  • Last Updated :
  • Share this:

    #প্যারিস: দশমী অর্থাৎ দশেরাতেই ভারতের অস্ত্র ভান্ডারে সামিল হতে চলেছে  রাফাল জেট ৷ ফ্রান্সের কাছ থেকে প্রথম রাফাল জেটটি নিতে সোমবার রাতেই প্যারিসে পৌঁছে গিয়েতেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সঙ্গে রয়েছেন বায়ুসেনার উচ্চপদস্থ অফিসাররা ৷ বিমান হস্তান্তর পর্বের আগে রাষ্ট্রপতি ইম্যানুয়েল মাকঁরের সঙ্গে বৈঠকও করবেন রাজনাথ ৷

    আজ দশেরার দিনে যোদ্ধারা তাদের অস্ত্র পুজো করেন ৷ এমন পুণ্যলগ্নে রাফাল জেটের মতো শক্তিশালী অস্ত্র হাতে আসতে চলেছে বায়ুসেনার ৷ তাই সেই রীতি মেনে বিদেশের মাটিতেই শস্ত্র পুজো করবেন রাজনাথ সিং ৷ তারপরই প্রতিরক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে আকাশে উড়বে রাফাল ৷ উল্লেখ্য, এই প্রথম নয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় এই দিনে প্রতিবছর অস্ত্র পুজো করতেন রাজনাথ ৷২০১৬ সালের সেপ্টেম্বরে অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল জেট নিয়ে  ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি সাক্ষর করে ভারত। এই চুক্তির মাধ্যমে ফ্রান্সের থেকে মোট ৩৬টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ভারত ৷ প্রায় ৫৯ হাজার কোটি টাকা খরচ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ও মিসাইল বহনে সক্ষম এই জেটগুলি কিনছে ভারত।কি করতে পারে রাফাল?১৫০ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে এয়ার টু এয়ার মিসাইল ছুঁড়তে পারে এই রাফাল যুদ্ধ বিমান ৷ অর্থাৎ ভারতীয় সীমারেখার মধ্যে থেকেও পাকিস্তানের অভ্যন্তরে কোনও নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে কিংবা আরও উত্তর এবং পূর্ব সীমান্তের কোনও স্থানে থাকা লক্ষ্যবস্তুর উদ্দেশ্য মিসাইল ছুঁড়তে পারে রাফাল ৷
    ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার এয়ারক্র্যাফ্ট রাফাল ৷ এয়ার সুপিরিয়রিটি, আকাশপথে রেইকি, গ্রাউন্ড সার্পোটই প্রধান দায়িত্ব রাফালের ৷ মোট ৯৫০০ কেজি অস্ত্র বহনে সক্ষম এক একটি রাফায়েল ৷ অস্ত্র বহনের জন্য ১৪টি হার্ডপয়েন্ট রয়েছে এই জেটে ৷ আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি মিসাইল বহনে সক্ষম এই ফ্রেঞ্চ যুদ্ধ বিমান ৷ স্মার্ট বম্ব বা ক্লাস্টার বম্ব বহনেও সক্ষম ৷ বহন করতে পারে পরমাণু অস্ত্রও ৷এক নজরে দেখে নিন রাফালের বৈশিষ্ট্য:-- চালক: ১- দৈর্ঘ্য: ৫০.১ ফুট- উচ্চতা: ১৭.৫ ফুট- ডানার দৈর্ঘ্য: ৩৫.৪ ফুট- সর্বোচ্চ গতি: ঘণ্টায় ১৯১২ কিমি- রেঞ্জ: ৩৭০০ কিমি- ইঞ্জিন: ২টি M88-2 টার্বোফ্যান ইঞ্জিন- ৪৭০০ কেজি জ্বালানি বহনে সক্ষম- রেডার: অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারায় বা AESA রেডার
    First published:

    Tags: Dussera, France, Paris, Rafale Deal, Rafale jet, Rajnath Singh