উরির ঘটনা প্রধানমন্ত্রীকে জানানোর পাশাপাশি নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক রাজনাথের
Last Updated:
উরির ঘটনা প্রধানমন্ত্রীকে জানানোর পাশাপাশি নিরাপত্তা নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
#নয়াদিল্লি: রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরের সেনাঘাঁটিতে জঙ্গি হামলা চালায় জঙ্গিরা ৷ আত্মঘাতী জঙ্গির দলই হামলা চালিয়েছে বলে অনুমান সেনার ৷ ভোরের দিকে সেনাদের ডিউটি পরিবর্তনের সময়কেই হামলার সময় হিসেবে বেছে নেওয়া হয় ৷ জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন ১৭ জওয়ান ৷ সেনা সূত্রের খবর , চার জঙ্গিকেও এপর্যন্ত খতম করতে সফল হয়েছে সেনাবাহিনী ৷ উরির ঘটনা প্রধানমন্ত্রীকে জানানোর পাশাপাশি নিরাপত্তা নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পরিস্থিতি খতিয়ে দেখতে তড়িঘড়ি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাপ্রধান দলবীর সিং এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।
এই জঙ্গি হামলার ঘটনার জেরে নিজের রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাওয়াও পিছিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ নিরাপত্তা নিয়ে বৈঠক হচ্ছে রাজনাথের নিজ বাসভবনেই ৷ বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা সচিব, ডিজি সিআরপিএফ এবং আই বি প্রধান-সহ অন্যান্যরা ৷
শনিবার রাতেই উরিতে ঢুকে পড়েছিল বেশ কয়েকজন জঙ্গি। আজ ভোরে সেনাছাউনি কেঁপে ওঠে গ্রেনেড বিস্ফোরণে। ঘুমন্ত সেনাদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন ১২ জন জওয়ান। হামলার আকস্মিকতা সামলে পাল্টা জবাব দেন সেনারা। ৪ জঙ্গিকেই খতম করা হয়েছে বলেও জানা যাচ্ছে। এই হামলার পিছনে আইএসআই মদতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ আইএসআইয়ের মদতে লস্কর-ই-তৈবার জঙ্গিরাই উরি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বলে অনুমান সেনাবাহিনীর ৷
advertisement
advertisement
এদিকে এই জঙ্গি হামলার ঘটনার মধ্যেই পরমাণু হামলার হুমকি দিয়েছে পাকিস্তান ? পাক প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, ‘‘ যদি পাকিস্তানের অস্তিত্ব সঙ্কটে পড়ে তাহলে পারমাণবিক বোমা ব্যবহারে পিছপা হবে না পাকিস্তান ৷ ’’
Delhi: NSA Ajit Doval arrives at HM Rajnath Singh's residence to attend High level security meet pic.twitter.com/4sgGaEsLLa
— ANI (@ANI_news) September 18, 2016
advertisement
Delhi: High level security meet to take place at HM Rajnath Singh's residence shortly, MHA & MoD officials to attend pic.twitter.com/QZSTJo3vvL — ANI (@ANI_news) September 18, 2016
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2016 1:57 PM IST