১৯৮৪ সাধারণ নির্বাচনে রাজীব গান্ধি আরএসএসের সাহায্য চেয়েছিলেন

Last Updated:

১৯৮৪ এর লোকসভা নির্বাচনই আজ পর্যন্ত সব থেকে আকর্ষক নির্বাচন ছিল । ঐ ভোটে কংগ্রেস ৫২৩ আসনের মধ্যে ৪১৫ আসনেই জয় লাভ করে ছিল । কিন্তু সেই বিশাল ও নিরঙ্কুশ জয় শুধু কংগ্রেস নিজের দক্ষতা বা সংগঠনের জোরে পায়নি

#নয়াদিল্লি: ১৯৮৪ এর লোকসভা নির্বাচনই আজ পর্যন্ত সব থেকে আকর্ষক নির্বাচন ছিল । ঐ ভোটে কংগ্রেস ৫২৩ আসনের মধ্যে ৪১৫ আসনেই জয় লাভ করে ছিল । কিন্তু সেই বিশাল ও নিরঙ্কুশ জয় শুধু কংগ্রেস নিজের দক্ষতা বা সংগঠনের জোরে পায়নি । রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) বিপুলভাবে সাহায্য করেছিল । সম্প্রতি প্রকাশিত রশিদ কিদবাইয়ের বই "২৪ আকবর রোড" এমনই বিস্ফোরক দাবি করেছে ।
সেই নির্বাচন রাজীব গান্ধির জীবনে খুব গুরুত্ব ছিল সেখাই থেকেই রাজীবের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল । ২৪, ২৭ ডিসেম্বর ১৯৯৪ নির্বাচনের দিন ধার্য ছিল । ঐ বইয়ে উল্লেখ আছে বিভিন্ন রকমের আক্রমণাত্মক নির্বাচন কৌশল তৈরি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী । নির্বাচন প্রচারের অন্যতম রণনীতি ছিল শিখদের জন্য আলাদা রাজ্য তৈরির মত সংবেদনশীল বিষয় । হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান অসোন্তোষকেই মূলধন করে নির্বাচন বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন ।
advertisement
advertisement
কিদয়াই তাঁর বইয়ে দাবি করেন ২৫ দিনের নির্বাচন প্রচারে রাজীব গান্ধি গাড়ি, হেলিকপ্টার ও বিমানে ৫০ হাজার কিলোমিটার যাত্রা করেছিলেন ।
মা ইন্দিরা গান্ধির মৃত্যুর পর সহানুভূতি ঢেউ পুরোপুরি কাজে লাগিয়ে হিন্দু্ত্বকে নিশানা করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস সহসঞ্চালক বালাসাহেব দেবরাসের সাথে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
তাঁর বইয়ের তৃতীয় অধ্যায়ের শেষের দিকে কিদবাই লিখেছিলেন মায়ের মৃত্যুর সহানূভূতির ঢেউ রাজীবের পক্ষেই যায় । ফলসরূপ ৫২৩ আসনের মধ্যে ৪১৫ আসনে বিপুল জয়লাভ করেন । ইন্দিরা গান্ধি বা জওহরলাল নেহেরু এমন সাফল্য পাননি কোনদিন।
advertisement
প্রাক্তন কংগ্রেস নেতা বনওয়ারিলাল পুরোহিত (তখন নাগপুরের সাংসদ ছিলেন) দাবি করেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস সহসঞ্চালক ও রাজীব গান্ধির মধ্যে বৈঠকের মধ্যস্থতা তিনি করেছিলেন ।
কিদবাই তাঁ বইয়ে দাবি করেন নির্বাচন চলা কালীন অ-বিজেপি দলকে সমর্থন দেওয়াতে আরএসএসের কোনও বিশেষ আপত্তি ছিলনা ।
advertisement
কিদবাই আরও লেখেন ১৯৭০ সেপ্টেম্বরে শিবসেনা প্রথম নির্বাচনে জয়লাভ করে । সেই সময়ে শিবসেনাকেও আরএসএস সমর্থন করে । মুম্বই (তখন বোম্বে) কমিউনিস্ট বিধায়ক কৃষ্ণ দেশাইয়ের হত্যার পরে সেই আসনে উপনির্বাচন বিশেষ জরুরি হয়ে পড়ে ছিল । সেখানে কমিউনিস্ট পার্টি কৃষ্ণ দেশাইয়ের স্ত্রীকে নির্বাচনে লড়ার জন্য টিকিট দিয়েছিল । উপনির্বাচনে  শিবসেনা প্রার্থী হিসাবে বামণ মহাদিক বিজয়ী হন ।কংগ্রেস সহ ৯ রাজনৈতিক দল সরোজিনিকে সমর্থন করে । কিন্তু শিবসেনা জয়লাভ করে । জানা গেছে আরএসএস সমস্ত রাজনৈতিক দলের কাছে শিবসেনাকে জেতানোর জন্য আবেদন করেন ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১৯৮৪ সাধারণ নির্বাচনে রাজীব গান্ধি আরএসএসের সাহায্য চেয়েছিলেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement