আরুষি হত্যাকাণ্ডের ৯ বছর পর জেল থেকে মুক্তি পেলেন তলোয়ার দম্পতি
Last Updated:
গাজিয়াবাদের দাসনা জেল থেকে মুক্তি পেলেন তলোয়ার দম্পতি।
#নয়াদিল্লি: গাজিয়াবাদের দাসনা জেল থেকে মুক্তি পেলেন তলোয়ার দম্পতি। গত দু’দিন আদালতে ছুটি থাকার পর সোমবার দুপুরের মধ্যে রিলিজ অর্ডার পৌঁছয় দাসনা জেলে। বিকেল ৫ টা নাগাদ জেল থেকে ছাড়া পেলেন রাজেশ ও নূপূর তলোয়ার।
সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দাসনা জেল চত্ত্বরকে। আরুষি হত্যাকাণ্ডের ন'বছর পর বাবা রাজেশ ও মা নুপুর তলোয়ারকে বৃহস্পতিবারই বেকসুর খালাস ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্ট। যথেষ্ট তথ্যপ্রমাণ না মেলায় বেনিফিট অফ ডাউট দেয় আদালত।
২০০৮ সালের ১৬ই মে নয়ডার বাড়িতে উদ্ধার হয় আরুষি তলোয়ারের রক্তাক্ত দেহ। একদিন পর উদ্ধার হয় পরিচারক হেমরাজের দেহ। তবে তলোয়ার দম্পতি মুক্তি পেলেও দু'টি খুনের রহস্যভেদ নিয়ে বিতর্কও এখন চলছে ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2017 5:10 PM IST