রাজধানীতে ‘পচা’ খাবারের অভিযোগে অপসারিত খাবার সরবরাহকারী সব সংস্থা

Last Updated:

রাজধানীতে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ পাওয়ার পরই খাবার সরবরাহকারী সব সংস্থাকে সরিয়ে দেওয়া হল।

#নয়াদিল্লি: রাজধানীতে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ পাওয়ার পরই খাবার সরবরাহকারী সব সংস্থাকে সরিয়ে দেওয়া হল। মঙ্গলবার ডাউন শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসের পচা খাবার পরিবেশনের অভিযোগ তোলেন যাত্রীরা। খাবারের মান নিয়ে বুধবার লোকসভায় সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস মণ্ডল। লোকসভায় রেলমন্ত্রী সুরেশ প্রভু জানান, খাবার সরবরাহকারী সব সংস্থাকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার ডাউন শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসে পচা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। শিয়ালদহ স্টেশনে লিখিত অভিযোগ করেন তাঁরা।
রাজধানীর খাবারের মান নিয়ে লোকসভায় সরব হয় তৃণমূল কংগ্রেস। প্রশ্নোত্তর পর্বে বিষয়টি তোলেন রানাঘাটের তৃণমূল সাংসদ তাপস মণ্ডল।
advertisement
লোকসভায় বক্তব‍্য রাখতে উঠে রেলমন্ত্রী জানান, ‘খাবারের মান নিয়ে আপোস করা হবে না। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ ২০১০ সালের খাবার সরবরাহকারী সংস্থা, সব ঠিকাদারকে সরানো হয়েছে ৷’
advertisement
দফায় দফায় রাজধানী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেসে পচা খাবার দেওয়ার অভিযোগ উঠছে। বার বার সমালোচনার মুখে পড়ে অবশেষে কঠোর ব‍্যবস্থা। তবে এরপরও পরিষেবার মান কতটা ভাল হবেতা নিয়ে যাত্রীদের মধ‍্যেই সন্দেহ থেকে যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজধানীতে ‘পচা’ খাবারের অভিযোগে অপসারিত খাবার সরবরাহকারী সব সংস্থা
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement