Rajasthan News : ২২০০ বছরের পুরোনো মুদ্রা পাওয়া যাচ্ছে এত কম দামে! দেরি না করে কোথায় জানুন

Last Updated:

Rajasthan News : চন্দ্রগুপ্ত মৌর্য্যের সময় ব্যবহৃত মুদ্রা মিলছে রাজস্থানে, কত দামে জানুন৷

২২০০ বছরের পুরোনো মুদ্রা মিলছে রাজস্থানে
২২০০ বছরের পুরোনো মুদ্রা মিলছে রাজস্থানে
বিকানীর: এখনকার ভারতীয় মুদ্রা অর্থাৎ কয়েন এবং নোট তো আপনি দেখেছেন। কিন্তু হাজার বছর আগে কয়েনগুলো কেমন ছিল? মানুষ আগে কেনার জন্য কোন মুদ্রা ব্যবহার করত? এই মুদ্রা কেমন ছিল? আপনি নিশ্চয়ই এসবের ব্যাপারেও জানতে সমানভাবে আগ্রহী?
আসলে বিকানীরে চলছে মুদ্রার মহোৎসব। দেশ-বিদেশ থেকে অনেক মুদ্রা সংগ্রাহক এসেছেন এখানে। তাদের কাছে কাছে ২০০০ থেকে ৫০০ বছরের পুরনো মুদ্রার সংগ্রহ রয়েছে৷ এই মেলায় কম দামে লোকেদের কাছে তারা পুরোনাে মুদ্রা বিক্রি করছেন। আপনি আগ্রহী থাকলে এবং পুরোনো জিনিস জমানোর শখ থাকলে, দেরি না করে চলে যান এই বিশেষ মেলায়।
advertisement
advertisement
রাজকোট থেকে এসেছেন রক্ষিত বাম্বর৷ যিনি মুদ্রা সংগ্রাহক৷ তিনি একটি মুদ্রা দেখালেন যার নাম করচাপার। এর ইতিহাস গায়ে কাঁটা দেওয়ার মতো৷ এটির ওজন সাড়ে তিন গ্রাম এবং এটি রূপো দিয়ে তৈরি। চন্দ্রগুপ্তের আমলে এই মুদ্রার প্রচলন ছিল। বর্তমানে এর দাম প্রায় ৪০০ টাকা। তবে রক্ষিতের মতে, চন্দ্রগুপ্তের সময় এই মুদ্রার মূল্য ছিল আরও অনেক বেশি৷
advertisement
এই মুদ্রার ইতিহাস কি? মুদ্রা সংগ্রাহক বলছিলেন, প্রায় আড়াই হাজার বছর আগে পঞ্চ চিহ্নিত মুদ্রার প্রবণতা শুরু হয়। বিভিন্ন জেলায় বিভিন্ন মুদ্রা থাকত। এর মধ্যে ছিল রৌপ্য ও তামার মুদ্রা। এগুলোর গায়ে পাঁচ ধরনের চিহ্ন থাকায় এগুলোকে পাঞ্চমার্ক কয়েন বলা হত। এর প্রত্যেকটির আলাদা স্ট্যাম্প ছিল। প্রতিটি ছোট ছোট জেলায় এর প্রচলন শুরু হয়েছিল।
advertisement
এখানেই শেষ নয়৷ এসব মুদ্রায় সূর্য, বিভিন্ন প্রাণী, গাছ, পাহাড়ের ছবি ছাপা হতো। প্রাথমিকভাবে ছোট ছোট জেলায় শুরু হওয়ার পর রাজকীয় মৌর্য আমলে এর প্রচলন বৃদ্ধি পায়। এই মুদ্রাগুলি মগধ, চোল, কৌশল, পদ্মাবতী নাগা প্রভৃতি জেলায় প্রচলিত ছিল। মৌর্য শাসনকালে ছবি সম্বলিত মুদ্রা জারি করা শুরু হয়। যেখানে দেব-দেবী, প্রাচীন গল্প, সূর্য, চাঁদসহ অন্যান্য ছবি ছাপা হত। এমন বলা হয় যে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এই ধরনের মুদ্রা প্রচলিত ছিল। পঞ্চ চিহ্ন এবং ফটো সহ মুদ্রা, অর্থাৎ রাজবংশীয় মুদ্রা, প্রায় আটশ থেকে হাজার বছর ধরে প্রচলিত আছে বলে মনে করা হয়।
advertisement
আপনি কি ইতিহাস ভালোবাসেন? পুরোনো মুদ্রা সংগ্রহ করতে চান? তাহলে আর দেরি করবেন না৷ ঘুরে আসুন বিকানীরের এই মুদ্রা মহোৎসবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan News : ২২০০ বছরের পুরোনো মুদ্রা পাওয়া যাচ্ছে এত কম দামে! দেরি না করে কোথায় জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement