রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ ৯ বছরের কিশোরীকে! ঘটনা শুনলে শিউরে উঠবেন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
কারাউলি জেলার হিন্দৌন শহরের ভয়ঙ্কর কাণ্ড। কারাউলি জেলার হিন্দৌন শহরের শ্রী মহাবীরজি থানা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। মাত্র ৯ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে মধ্যবয়সী এক ব্যক্তি।
রাজস্থান: কারাউলি জেলার হিন্দৌন শহরের ভয়ঙ্কর কাণ্ড। কারাউলি জেলার হিন্দৌন শহরের শ্রী মহাবীরজি থানা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। মাত্র ৯ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে মধ্যবয়সী এক ব্যক্তি। ওই নাবালিকাকে হিন্দাউনের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জয়পুরে রেফার করা হয়।
শ্রী মহাবীরজি থানার আধিকারিক জানিয়েছেন, শনিবার রাতে ওই নাবালিকাকে বাড়িতে ঘুমাচ্ছিল। রাত ৯টার দিকে অভিযুক্ত তার বাড়িতে আসেন। তারপর তাকে জোর করে মাঠে নিয়ে যায়। আর তারপরই ঘটে সেই পৌশাচিক ভয়ঙ্কর কান্ড, সেখানেই নাবালিকাকে ধর্ষণ করে। অন্যদিকে, তার পরিবারের সদস্যরা বাড়িতে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করেন। অবশেষে খুঁজতে খুঁজতে মাঠে এসে দেখতে পায় সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
advertisement
advertisement
অবিলম্বে ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি থানাতেও ঘটনার কথা জানানো হয়। হাসপাতালে নবালিকাকে পরীক্ষা করা হয় এবং প্রাথমিক চিকিৎসা করা হয়। মেয়েটির শারিরিক অবস্থার অবনতি হলে, তাকে অবিলম্বে জয়পুরের একটি হাসপাতালে রেফার করা হয়।
advertisement
জানা গিয়েছে, অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে বেড়েছে ক্ষোভ। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নজর রাখছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2024 1:24 PM IST