পঞ্চায়েতের বিচারে, রাজস্থানের ধর্ষককে নয়, ধর্ষিতাকে দেওয়া হল শাস্তি ! চাওয়া হল ৫ লক্ষ টাকা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
লোক জানাজানি হলে, প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত। যদিও ওই যুবতী ভয় না পেয়ে থানায় অভিযোগ জানায়।
#রাজস্থান: রাজস্থানের কিছু জায়গায় এখনও গ্রাম পঞ্চায়েতের বিচার চলে। যাকে সালিশি সভা বলা চলে৷ ইন্দো-পাকিস্তান বর্ডারের কাছে অবস্থিত গ্রাম বার্মার। সম্প্রতি এই গ্রামের একটি ধর্ষণের ঘটনা সামনে আসে। তবে অবাক করার বিষয় হল ধর্ষককে শাস্তি না দিয়ে এখানকার গ্রাম পঞ্চায়েত ধর্ষিতা ও তাঁর পরিবারকে শাস্তি দিয়েছে। পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা জরিমানা চাওয়া হয়েছে। এবং খাওয়ার জল থেকে শুরু করে সব রকম পরিষেবা বন্ধ করা হয়েছে ওই পরিবারের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, এবছরের জানুয়ারি মাসের ২২ তারিখে বাড়িতে একা পেয়ে দীনেশ ওরফে দেবারাম চড়াও হয় এক যুবতীর উপর। তাঁকে ধর্ষণ করে ওই অভিযুক্ত। বিষয়টি কাউকে জানাতে বারণ করে সে। লোক জানাজানি হলে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয়। যদিও ওই যুবতী ভয় না পেয়ে থানায় অভিযোগ জানান। এরপর গ্রেফতারও করা হয় ওই ব্যক্তিকে। কিন্তু কয়েক মাসের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যায় ওই ব্যক্তি। এর পর জুনের ৮ তারিখ ফের চড়াও হয় ওই যুবতীর উপর। রাস্তায় তাঁকে আটকে মেরে ফেলার হুমকি দেয়। এবং ওই ধর্ষণকারী গ্রাম পঞ্চায়েতের বিচার সভা বসায়। যেখানে ওই যুবতীকে মামলা তুলে নিতে বলা হয়। যুবতী রাজি না হলে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা ও একঘরে করে দেওয়া হয়। এরপর ওই যুবতী ফের থানার দ্বারস্থ হন। পঞ্চায়েত প্রধানের নামে অভিযোগ করেন তিনি। পুলিশ গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2020 4:37 PM IST