Kota Infants' Death: কোটায় ১০৪ শিশু-মৃত্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন খোদ উপমুখ্যমন্ত্রীই
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সমালোচক হলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইটল৷ কোটায় শিশুমৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে অশোক গেহলটকে একহাত নিলেন খোদ উপমুখ্যমন্ত্রীই৷
#কোটা: রাজস্থানের কোটার হাসপাতালে এখনও পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা ১০৪৷ সে রাজ্যের কংগ্রেস সরকারকে তুলোধনা করছে বিজেপি৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পাশাপাশি সনিয়া গান্ধি, রাহুল গান্ধিদের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করছে বিজেপি৷ এ হেন পরিস্থিতিতে হঠাত্ সমালোচনা ধেয়ে এল কংগ্রেসের অন্দর থেকেই৷ সমালোচক হলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইটল৷ কোটায় শিশুমৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে অশোক গেহলটকে একহাত নিলেন খোদ উপমুখ্যমন্ত্রীই৷
Rajasthan Deputy Chief Minister Sachin Pilot on #KotaChildDeaths: I think our response to this could have been more compassionate and sensitive. After being in power for 13 months I think it serves no purpose to blame the previous Govt's misdeeds. Accountability should be fixed. pic.twitter.com/kpD9uxMfUy
— ANI (@ANI) January 4, 2020
advertisement
advertisement
গত কয়েক দিনে কোটার জে কে হাসপাতালে একের পর এক শিশুর মৃত্যু ঘটেছে৷ ইতিমধ্যেই সংখ্যাটা ১০৪৷ মুখ্যমন্ত্রীর নিন্দা করে উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের কথায়, 'আগের সরকার কী করেছে, তা নিয়ে আলোচনা করা উচিত নয় এখন৷ আগের সরকারের উপর দায় চাপিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলা যায় না৷ আমাদের উচিত, বর্তমানে কী ঘটছে, সে দিকে লক্ষ রাখা৷'
advertisement
এই প্রথম কংগ্রেসেরই একজন নেতা, যিনি আবার রাজস্থানের উপমুখ্যমন্ত্রী, কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হলেন৷ সচিন পাইলের কথায়, 'এতুগিল শিশুর মৃত্যু হল৷ দায়িত্ব তো নিতেই হবে৷ বসুন্ধরাজি কিছু ভুল কাজ করেছিলেন, জনতা তাঁকে হারিয়ে দিয়ে শাস্তি দিয়েছে৷ কিন্তু এখন তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে৷ আমার মনে হয়, বিষয়টিকে আরও সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত৷ ১৩মাস ক্ষমতায় থাকার পরে গত সরকারের ভুল কাজের সমালোচনা করার কোনও মানে হয় না৷ এই ভাবে যদি রোজ শিশুমৃত্যু হয়, বর্তমান সরকারের গত সরকারের আমলের মৃত্যুর কথা বলা ঠিক নয়৷'
advertisement
রাজস্থান সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ক্লিনচিট দিলেও , সংবাদ সংস্থা সূত্রে খবর, যে হাসপাতালে শিশুমৃত্যু হয়েছে সেই জে কে লনের অবস্থা বেহাল। বহু নেবুলাইজার অকেজো, কাজ করছে না শিশু বিভাগের ওয়ার্মারও। একটি ইনকিউবেটারে একাধিক শিশুকে রাখা হচ্ছে জায়গার অভাবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2020 4:13 PM IST