Home /News /national /

রাজ্যের সব খবর রাখতে হলে ভগবান হতে হবে, গণপিটুনি নিয়ে মন্তব্য রাজস্থানের মুখ্যমন্ত্রীর

রাজ্যের সব খবর রাখতে হলে ভগবান হতে হবে, গণপিটুনি নিয়ে মন্তব্য রাজস্থানের মুখ্যমন্ত্রীর

file photo

file photo

রাজ্যের সব খবর রাখতে হলে ভগবান হতে হবে, গণপিটুনি নিয়ে মন্তব্য রাজস্থানের মুখ্যমন্ত্রীর

 • Share this:

  #জয়পুর: আলওয়ার গণপিটুনি নিয়ে একের পর বিতর্ক চলছেই । গণপিটুনি নিয়ে নির্দেশিকাও জারি করেছে সুপ্রিম কোর্ট । আলওয়ার কান্ড নিয়ে রাজস্থান সরকারের বিরুদ্ধে শীর্ষ আদালতে দায়ের হয়েছে অবমাননা মামলা । এসবের মধ্যেই আবার নতুন করে বিতর্ক তৈরি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ।

  রাজে জানিয়েছেন তাঁর রাজ্যে এই গণপিটুনির ঘটনা নতুন নয় । তিনি বলেছেন তিনি ভগবান নয় যে রাজ্যের সব প্রান্তে কী ঘটনা ঘটছে সব তিনি জানতে পারবেন । সারা বিশ্বেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। কেউ যদি প্রশ্ন তোলেন তিনি কেন কোনও পদক্ষেপ নিচ্ছেন না, সেটার উত্তর একটাই । রাত ১২টায় রাজস্থানের কোন প্রত্যন্ত গ্রামে গণপিটুনির ঘটনা ঘটছে সেটা জানতে গেলে ভগবানের চেয়েও বেশি ক্ষমতা থাকা প্রয়োজন ।

  আরও পড়ুন: দাদাগিরি বন্ধ করুন, শীর্ষ আদালতের নির্দেশে ক্ষমা চাইলেন বিজেপি কাউন্সিলর

  আরও একধাপ এগিয়ে তিনি বলেছেন ক্রমবর্ধমান গণপিটুনির জন্য দায়ী জনবিস্ফোরণই । জনসংখ্যা বৃদ্ধি পাওয়া ফলে কমেছে কাজের সুযোগ । তাই হতাশা থেকেই এই ধরনের হিংসার আশ্রয় নিচ্ছে মানুষ। মানুষের চেপে রাখা ক্ষোভই এই ধরনের ঘটনার জন্ম দিচ্ছে ও গণপিটুনির ঘটনা শুধুমাত্র রাজস্থানে ঘটছে না, এমনটাই মত রাজের ।

  যদিও রাজের এই অভিমতকে মানতে নারাজ রাজস্থানের আরও এক বিজেপি সাংসদ হরিশ মিনা । নিউজ ১৮ কে তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা ঘটার পর দ্রুত পদক্ষেপ নেয়না রাজস্থান সরকার । একাধিকবার গণপিটুনির ঘটনা ঘটলেও যথেষ্ট পরিমাণ সাবধানতাও অবলম্বন করেনি রাজে সরকার ও তার ফলেই বেড়ে চলেছে হিংসামূলক ঘটনা ।

  First published:

  Tags: Mob Lynching, Vasundhara Raje

  পরবর্তী খবর