#জয়পুর: করোনা ভাইরাসের মহামারি চলছে ৬ মাস হয়ে গেল৷ স্কুল, কলেজ, অফিস-- সবই অনলাইনে৷ কিন্তু ভারতের মতো দেশে, কতজন এই অনলাইন পরিষেবা নিতে পারছেন, সেটাই এখন বড় প্রশ্ন৷ অবশ্যই চ্যালেঞ্জও৷ গ্রামগঞ্জে বহু মানুষের পেটে অন্নের জোগাড়টাই সবচেয়ে বড় চিন্তা৷ স্মার্টফোন, ইন্টারনেট ভিনগ্রহী বিষয় তাঁদের কাছে! তারই অন্যতম উদাহরণ হল রাজস্থানের স্কুল ছাত্র হরিশ৷ স্কুলের অনলাইন ক্লাস করতে প্রতিদিন সে পাহাড়ের মাথায় উঠে পড়ে৷
বারমার জেলার প্রত্যন্ত গ্রাম দারুরায় ইন্টারনেট পরিষেবা কার্যত নেই বললেই চলে৷ জওহর নবোদয় বিদ্যালয়ে পড়ে হরিশ৷ স্কুলে এখন অনলাইনে ক্লাস চলছে৷ কিন্তু তার গ্রামে ইন্টারনেট পাওয়া যায় না৷ তাই সে সকাল ৮টায় নিকটবর্তী একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়৷ একটি সর্বভারতীয় সংবাদপত্রকে হরিশের বাবা বলেন, 'হরিশ সকাল ৮টায় পাহাড়ের উপরে চলে যায়৷ স্কুলের ক্লাস শেষ হলে দুপুর ২টোয় নেমে আসে৷'
সরকারি পরিসংখ্যান বলছে, গোটা দেশে মাত্র ১৫ শতাংশ গ্রামের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল মাধ্যমে পড়াশোনার সুযোগ পাচ্ছে৷ সে ক্ষেত্রে ডিজিটাল ভারত গড়তে হলে গ্রামীণ ভারতকে ইন্টারনেট সুবিধার আওতায় আনাই প্রধান লক্ষ্য৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mountain, Online class, Rajasthan