নেটওয়ার্কের খোঁজে! অনলাইন ক্লাস করতে রোজ পাহাড়-চূড়ায় ওঠে রাজস্থানের এই ছাত্র

Last Updated:

রাজস্থানের স্কুল ছাত্র হরিশ৷ স্কুলের অনলাইন ক্লাস করতে প্রতিদিন সে পাহাড়ের মাথায় উঠে পড়ে৷

#জয়পুর: করোনা ভাইরাসের মহামারি চলছে ৬ মাস হয়ে গেল৷ স্কুল, কলেজ, অফিস-- সবই অনলাইনে৷ কিন্তু ভারতের মতো দেশে, কতজন এই অনলাইন পরিষেবা নিতে পারছেন, সেটাই এখন বড় প্রশ্ন৷ অবশ্যই চ্যালেঞ্জও৷ গ্রামগঞ্জে বহু মানুষের পেটে অন্নের জোগাড়টাই সবচেয়ে বড় চিন্তা৷ স্মার্টফোন, ইন্টারনেট ভিনগ্রহী বিষয় তাঁদের কাছে! তারই অন্যতম উদাহরণ হল রাজস্থানের স্কুল ছাত্র হরিশ৷ স্কুলের অনলাইন ক্লাস করতে প্রতিদিন সে পাহাড়ের মাথায় উঠে পড়ে৷
বারমার জেলার প্রত্যন্ত গ্রাম দারুরায় ইন্টারনেট পরিষেবা কার্যত নেই বললেই চলে৷ জওহর নবোদয় বিদ্যালয়ে পড়ে হরিশ৷ স্কুলে এখন অনলাইনে ক্লাস চলছে৷ কিন্তু তার গ্রামে ইন্টারনেট পাওয়া যায় না৷ তাই সে সকাল ৮টায় নিকটবর্তী একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়৷ একটি সর্বভারতীয় সংবাদপত্রকে হরিশের বাবা বলেন, 'হরিশ সকাল ৮টায় পাহাড়ের উপরে চলে যায়৷ স্কুলের ক্লাস শেষ হলে দুপুর ২টোয় নেমে আসে৷'
advertisement
সরকারি পরিসংখ্যান বলছে, গোটা দেশে মাত্র ১৫ শতাংশ গ্রামের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল মাধ্যমে পড়াশোনার সুযোগ পাচ্ছে৷ সে ক্ষেত্রে ডিজিটাল ভারত গড়তে হলে গ্রামীণ ভারতকে ইন্টারনেট সুবিধার আওতায় আনাই প্রধান লক্ষ্য৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
নেটওয়ার্কের খোঁজে! অনলাইন ক্লাস করতে রোজ পাহাড়-চূড়ায় ওঠে রাজস্থানের এই ছাত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement