দরগা-মন্দিরে রাহুল, ৩টি সভা মোদির! ভোট-রাজস্থানে তারকা প্রচার

Last Updated:
#জয়পুর: রাজস্থানে এ বার ফিরতে পারবে বিজেপি? বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, না৷ রাজস্থান এ বার কংগ্রেসের৷ বসুন্ধরা রাজে সরকারের উপর বেশ চটে আছে রাজস্থান৷ এমন সুযোগেও গা এলিয়ে দিচ্ছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷
প্রচার শুরু আগে মন্দির থেকে দরগা-- সব জায়গাতেই দেখা গেল রাহুলকে৷ জয়ের আকাশে কালো মেঘ থাকলেও, বিজেপি-ও জমি ছাড়তে নারাজ৷ সোমবার তাই রাজস্থানে কংগ্রেস ও বিজেপি-র তারকা প্রচার৷
advertisement
advertisement
কংগ্রেস সভাপতি আজ থাকছেন পোখরান, জালোর, জোধপুরে৷ তার আগে আজমেঢ় শরিফ দরগায় চাদর চড়ান রাহুল৷ তারপর যান পুস্করে ব্রহ্ম মন্দিরে৷ রাজস্থানে বিজেপি-র তরফে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
advertisement
প্রধানমন্ত্রী সভা করছেন ভিলওয়ারা, বাঁশওয়ারা ও কোটাতে৷ দুপুর ২টো ১৫ মিনিটে কোটায় সভা করবেন মোদি৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৫টি জায়গায় সভা করবেন৷ এ ছাড়া ৪টি সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
বাংলা খবর/ খবর/দেশ/
দরগা-মন্দিরে রাহুল, ৩টি সভা মোদির! ভোট-রাজস্থানে তারকা প্রচার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement