'গান্ধি পরিবারকে কোর্টের দরজায় নিয়ে যাবো, এ বার চায়েওয়ালার সাহস দেখুন!'

Last Updated:

ইউপিএ জমানার ৩ হাজার ৬০০ কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে ক্রিস্টিয়ান মিশেলকে৷ যে সব রাজনীতিবিদদের ক্রিস্টিয়ান পরিষেবা দিয়েছিলেন, সেই সব রাজনীতিবিদদের নাম ও অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে৷

#পালি: রাফাল নিয়ে সরব কংগ্রেস, তখন অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতিকেই পাল্টা হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার রাজস্থানের পালিতে নির্বাচনী র‌্যালিতে অগাস্টা প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তির 'মিডলম্যান'-এর মুখ থেকে এ বার অনেক রাজনৈতিক নেতার নাম ঝরে পড়বে৷ রাজস্থানে ভোটপ্রচারের শেষ দিনে এই দুর্নীতিতে গান্ধি পরিবারকেও টেনে আনলেন প্রধানমন্ত্রী৷
আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার রিসেপশনে হাজির হলেন নরেন্দ্র মোদি
ইউপিএ জমানার ৩ হাজার ৬০০ কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে ক্রিস্টিয়ান মিশেলকে৷ যে সব রাজনীতিবিদদের ক্রিস্টিয়ান পরিষেবা দিয়েছিলেন, সেই সব রাজনীতিবিদদের নাম ও অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে৷ মোদির কথায়, 'আমি ভিভিআইপি হেলিকপ্টার দুর্নীতির কথা বলেছিলাম৷ বলেছিলাম সনিয়া গান্ধির সেই চিঠির কথা৷ বিজেপি ক্ষমতায় আসার পর, আমরা ফাইল খুঁজেছি তন্নতন্ন করে৷ কিন্ত‌ু ওরা সব সরিয়ে ফেলে৷ বহু বছর তল্লাশির পর অবশেষে একজন মিডলম্যান হাতে এসেছে৷ দেখা যাক, কোথাকার জল কোথায় গড়ায়৷'
advertisement
গান্ধি পরিবারকে একহাত নিয়ে মোদি বলেন, 'সততার জয় হয়েছে৷ এ বার আমি দেখব, কী ভাবে আপনি পালান৷ একজন চায়েওয়ালার হিম্মত দেখুন, এমন এক পরিবারকে আদালতের দরজা দেখাবো, যাঁরা ৪ প্রজন্ম ধরে দেশ চালিয়েছে৷'
advertisement
অগাস্টা ওয়েস্টল্যান্ড কেসে মিশেল ছাড়াও গুইডো হাশকে নামে আরেকজন মধ্যস্থতাকারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি নোটে সম্ভবত গান্ধি পরিবারের সদস্যদের নাম রয়েছে৷ সেই নোটে 'AP' নামে উল্লেখ আছে৷ অনেকের অনুমান, ওই 'AP' হলেন আহমেদ পটেল, সনিয়া গান্ধির খুবই বিশ্বস্ত সঙ্গী৷
advertisement
তবে মিশেলের বক্তব্য, ওই নোটটি ফেক৷ কংগ্রেসের দাবি, বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে৷ মিশেলের আইনজীবীর দাবি, সিবিআই তাকে জোর করে একটি মুখবন্ধে সই করিয়েছে, যাতে লেখা রয়েছে, ২০১০ সালে তত্‍‌কালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে দেখা করেছিলেন মিশেল৷
৭ ডিসেম্বর রাজস্থানে নির্বাচন৷ ৫ রাজ্যের ভোটের ফল প্রকাশিত হবে ১১ ডিসেম্বর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'গান্ধি পরিবারকে কোর্টের দরজায় নিয়ে যাবো, এ বার চায়েওয়ালার সাহস দেখুন!'
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement