'গান্ধি পরিবারকে কোর্টের দরজায় নিয়ে যাবো, এ বার চায়েওয়ালার সাহস দেখুন!'

Last Updated:

ইউপিএ জমানার ৩ হাজার ৬০০ কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে ক্রিস্টিয়ান মিশেলকে৷ যে সব রাজনীতিবিদদের ক্রিস্টিয়ান পরিষেবা দিয়েছিলেন, সেই সব রাজনীতিবিদদের নাম ও অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে৷

#পালি: রাফাল নিয়ে সরব কংগ্রেস, তখন অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতিকেই পাল্টা হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার রাজস্থানের পালিতে নির্বাচনী র‌্যালিতে অগাস্টা প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তির 'মিডলম্যান'-এর মুখ থেকে এ বার অনেক রাজনৈতিক নেতার নাম ঝরে পড়বে৷ রাজস্থানে ভোটপ্রচারের শেষ দিনে এই দুর্নীতিতে গান্ধি পরিবারকেও টেনে আনলেন প্রধানমন্ত্রী৷
আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার রিসেপশনে হাজির হলেন নরেন্দ্র মোদি
ইউপিএ জমানার ৩ হাজার ৬০০ কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে ক্রিস্টিয়ান মিশেলকে৷ যে সব রাজনীতিবিদদের ক্রিস্টিয়ান পরিষেবা দিয়েছিলেন, সেই সব রাজনীতিবিদদের নাম ও অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে৷ মোদির কথায়, 'আমি ভিভিআইপি হেলিকপ্টার দুর্নীতির কথা বলেছিলাম৷ বলেছিলাম সনিয়া গান্ধির সেই চিঠির কথা৷ বিজেপি ক্ষমতায় আসার পর, আমরা ফাইল খুঁজেছি তন্নতন্ন করে৷ কিন্ত‌ু ওরা সব সরিয়ে ফেলে৷ বহু বছর তল্লাশির পর অবশেষে একজন মিডলম্যান হাতে এসেছে৷ দেখা যাক, কোথাকার জল কোথায় গড়ায়৷'
advertisement
গান্ধি পরিবারকে একহাত নিয়ে মোদি বলেন, 'সততার জয় হয়েছে৷ এ বার আমি দেখব, কী ভাবে আপনি পালান৷ একজন চায়েওয়ালার হিম্মত দেখুন, এমন এক পরিবারকে আদালতের দরজা দেখাবো, যাঁরা ৪ প্রজন্ম ধরে দেশ চালিয়েছে৷'
advertisement
অগাস্টা ওয়েস্টল্যান্ড কেসে মিশেল ছাড়াও গুইডো হাশকে নামে আরেকজন মধ্যস্থতাকারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি নোটে সম্ভবত গান্ধি পরিবারের সদস্যদের নাম রয়েছে৷ সেই নোটে 'AP' নামে উল্লেখ আছে৷ অনেকের অনুমান, ওই 'AP' হলেন আহমেদ পটেল, সনিয়া গান্ধির খুবই বিশ্বস্ত সঙ্গী৷
advertisement
তবে মিশেলের বক্তব্য, ওই নোটটি ফেক৷ কংগ্রেসের দাবি, বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে৷ মিশেলের আইনজীবীর দাবি, সিবিআই তাকে জোর করে একটি মুখবন্ধে সই করিয়েছে, যাতে লেখা রয়েছে, ২০১০ সালে তত্‍‌কালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে দেখা করেছিলেন মিশেল৷
৭ ডিসেম্বর রাজস্থানে নির্বাচন৷ ৫ রাজ্যের ভোটের ফল প্রকাশিত হবে ১১ ডিসেম্বর৷
বাংলা খবর/ খবর/দেশ/
'গান্ধি পরিবারকে কোর্টের দরজায় নিয়ে যাবো, এ বার চায়েওয়ালার সাহস দেখুন!'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement