প্রেমিকার ইচ্ছেপূরণ করতে গিয়ে প্রেমিকের হাজতবাস

Last Updated:

ভালবাসার মানুষের মন রাখতে সম্ভব-অসম্ভব সব কাজেই এক পায়ে খাড়া ৷

#রায়পুর: ইয়ে ঈশক নাহি আসান.... ভালবাসা অত সহজ কাজ নয় ৷ মাঝে মাঝে এভারেস্টে চড়ার থেকেও বেশি বিপদের ঝুঁকি নিতে হয় ৷ কথায় বলে প্রেমে পড়লে প্রেমিকার জন্য আকাশ থেকে চাঁদ-তারা পেড়ে আনতেও দ্বিধা করে না প্রেমিক ৷ ভালবাসার মানুষের মন রাখতে সম্ভব-অসম্ভব সব কাজেই এক পায়ে খাড়া ৷
এমনই ‘আশিক’ শুভদীপ নির্মলকর ৷ প্রেমিকার এক ইচ্ছে পূরণ করতে গিয়ে পৌঁছে গেলেন জেলে ৷
ছত্তিশগড় রায়পুরের বাসিন্দা শুভদীপ প্রেমিকাকে নিজের বাইকে বসিয়ে ঘুরতে বেরিয়েছিলেন নিউ রায়পুরে ৷ ধূমকেতুকেও লজ্জা দিয়ে রায়পুরের রাস্তা দিয়ে উড়ছিল শুভদীপের পক্ষীরাজ ৷ বাইকের গতির ধুমে হঠাতই প্রেমিকার মাথায় ‘ফিল্মি হিরোইন’ হওয়ার শখ চাপল ৷
advertisement
advertisement
ফিল্মে দেখা হিরোইনদের মত বাইকের ট্যাঙ্কির উপর বসে শুভদীপকে আলিঙ্গন করতে চায় সে ৷ শর্ত একটাই, সে অবস্থাতেও পূর্ণগতিতে বাইক চালাতে হবে শুভদীপকে ৷ প্রস্তাব পাড়তেই, এক কথায় রাজি প্রেমে হাবু ডুবু খাওয়া প্রেমিক ৷
শুভদীপ শুভদীপ
প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত বাইকের ব্যাকসিট থেকে সামনে আসে মেয়েটি ৷ সাহায্য করে শুভদীপ ৷ এরপর যা ঘটল, তা দেখে চক্ষু চড়কগাছ রায়পুরের পথচারীদের ৷ বাইকের তেলের ট্যাঙ্কের উপর বসে গন্তব্যের দিকে পিছন ফিরে কথা মতোই প্রেমিককে আলিঙ্গন করে মেয়েটি ৷ ভালবাসা প্রমাণ করতে সে অবস্থাতেই তীব্র গতিতে কমল বিহার থেকে ধমন্তরির উদ্দেশ্যে বাইক চালিয়ে যেতে থাকে শুভদীপ ৷
advertisement
শুভদীপ ও তাঁর প্রেমিকা এভাবেই সেদিন বাইকে সওয়ার হয়েছিলেন শুভদীপ ও তাঁর প্রেমিকা এভাবেই সেদিন বাইকে সওয়ার হয়েছিলেন
ভর দুপুরে রাস্তার মাঝে এই প্রেমী জোড়ির আশিকি বহুজনের ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ নজর পড়ে পুলিশেরও ৷ ছবিতে বাইকের নম্বর দেখে শুভদীপ নির্মলকরের বাড়ি পৌঁছে যায় পুলিশ ৷ ট্রাফিক নিয়ম ভেঙে নিজের জীবন বিপদে ফেলে বাইক চালানোর জন্য তাঁকে গ্রেফতার করা হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমিকার ইচ্ছেপূরণ করতে গিয়ে প্রেমিকের হাজতবাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement