৫০০টি স্টেশনে প্রচুর নতুন পরিষেবা নিয়ে আসছে রেল

দেশের প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: দেশের প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল ৷ সম্প্রতি ৫০০টি এমন স্টেশনে বসানো হতে চলেছে ওয়াই-ফাই কিয়স্ক। এর মাধ্যমে এবার অনলাইন পরিষেবার সুবিধা পেতে চলেছেন এলাকাবাসীরা ৷ নতুন এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘রেলওয়া সাথী’ ৷

    ডিজিটাল ইন্ডিয়া গড়তে সাহায্য করবে রেলের এই নতুন পদক্ষেপ ৷ এর মাধ্যমে বিভিন্ন ই-পরিষেবা যেমন অনলাইন ব্যাঙ্কিং, ই-কমার্স, ই-টিকিটিং সমস্ত পরিষেবার সুবিধা মিলবে ৷ এছাড়াও অটোমেটেড ফর্ম ফিলিং, মোবাইল DTH রিচার্জ করার সুবিধাও পাওয়া যাবে রেলওয়ে সাথী-র মাধ্যমে ৷

    রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে অনলাইন পরিষেবার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে তারা খবর পেয়ে যাবেন সহজেই ৷ সঙ্গে সুযোগ পাবে কর্মসংস্থানেরও ৷

    মে মাস থেকে নতুন প্রকল্পটি চালু হতে চলেছে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷ রেলটেল এই পুরো বিষয়টির দায়িত্বে থাকবে ৷ বেকার যুবক ও মহিলা যারা কিয়স্কের দায়িত্ব নিতে ও ওয়াই ফাই হটস্পট বসাতে চান তাদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ এই প্রকল্পের সঙ্গে যারা যুক্ত হতে চান তাদের রেলটেলের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷

    প্রশিক্ষণের পর রেলটেলের তরফে তাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে ৷ এই সার্টিফিকেট দেখালে মুদ্রা স্কিম থেকে তারা লোন নিতে পারবেন ব্যবসার জন্য ৷ এরপর তারা ওয়াই ফাই হটস্পট তৈরি করতে পারেন রেলটেলের ডিজাইন অনুযায়ী ৷

    First published:

    Tags: 500 remote railway stations for e-services, Bengali News, Indian Railways, Railwire Saathi, Wi-Fi, Wi-Fi kiosks at 500 remote railway stations