রেলে ১ লাখ চাকরির জন্য আবেদনকারীর সংখ্যা ছাড়াল ২ কোটি
Last Updated:
১ লাখ চাকরির জন্য জমা পড়েছে প্রায় ২ কোটির বেশি আবেদনপত্র ৷ সোমবার রেলের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷
#নয়াদিল্লি: ১ লাখ চাকরির জন্য জমা পড়েছে প্রায় ২ কোটির বেশি আবেদনপত্র ৷ সোমবার রেলের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ অনলাইন রেজিষ্ট্রেশনের জন্য এখনও আরও পাঁচদিন বাকি রয়েছে ৷ ফলে আরও বেশি আবেদনপত্র জমা পড়বে বলে মনে করা হচ্ছে ৷
অনলাইন পরীক্ষা হবে ৯০ হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টের জন্য ৷ এছাড়া RPF পোস্টের জন্য ৯৫০০ শূন্যপদ রয়েছে ৷
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে
advertisement
এখনও পর্যন্ত ২ কোটির বেশি পরীক্ষার্থী আবেদনপত্র জমা দিয়েছে ৷ তবে পাঁচদিন বাকি থাকায় এই সংখ্যা আরও বাড়বে ৷
অ্যাসিস্টেন্ট লোকো পাইলট ও টেকনিশিয়ানের জন্য ৫০ লাখ আবেদনপত্র অনলাইনে জমা পড়েছে ৷
advertisement
২৬,৫০২ লোকো পাইলট ও টেকনিশিায়ন ও ৬২,৯০৭ গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে ৷ রেলের তরফে জানানো হয়েছে, ১৫টি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2018 8:09 PM IST